সরকারি-বেসরকারি কর্মক্ষেত্রে এবার সপ্তাহে ৩ দিন ছুটি দিতেই হবে! কড়া নিয়ম আনতে চলেছে মোদী সরকার?

সরকারি-বেসরকারি কর্মক্ষেত্রে এবার সপ্তাহে ৩ দিন ছুটি দিতেই হবে! কড়া নিয়ম আনতে চলেছে মোদী সরকার?

Anulekha Kar | Published : Mar 20, 2025 2:17 PM
17

এবার থেকে সপ্তাহে শুধু চারদিন অফিস। ছুটি থাকবে টানা তিন দিন! সরকারি অফিস হোক বা বেসরকারি অফিস, এমনই নিয়ম আনতে চলেছে কেন্দ্র।

27

এমনিতেই সরকারি বা যেকোনও বেসরকারি কোনও কর্মক্ষেত্রে দিনে ৮ ঘণ্টা কাজ করতে হয়। কিন্তু বহু জায়গায় এখনও ৯ ঘণ্টা থেকে ১১ ঘণ্টার কাজের প্রচলন রয়েছে। ছুটি মেলে মোটে ১ দিন।

37

এবার এই বিষয়ে কড়া হতে চলেছে কেন্দ্রীয় সরকার। ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতেই এমন সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার।

47

বহুদিন ধরেই সপ্তাহে তিন দিন ছুটির দাবি করছিলেন কর্মচারিরা এবার এই এই দাবি পূরণ হতে পারে। ইতিমধ্যেই এমন বিলও নাকি তৈরি করে ফেলেছে বিজেপি।

57

লোকসভায় পাশ হলেই সপ্তাহে টানা ৩ দিন ছুটি পাবেন কর্মীরা। তবে এক্ষেত্রে বাকি চার দিন একটু বেশি সময় ধরে কাজ করতে হবে এবং অতিরিক্ত ছুটির দিনের কাজ পূরণ করতে হবে।

67

তাই ৮ ঘণ্টার বদলে ১২ ঘণ্টা কাজ করতে হতে পারে সকলকে। কিন্তু তারপরেই মিলবে টানা ৩ দিন ছুটি। এই দুর্দান্ত সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ

77

সব ঠিক ঠাক থাকলে এই বছর থেকেই আর সপ্তাহে ৬ দিন কাজ করার নিয়ম বন্ধ হয়ে যাবে। টানা তিন দিন ছুটি পাবেন সরকারি বা বেসরকারি কর্মচারীরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos