- Home
- West Bengal
- West Bengal News
- এপ্রিল থেকে চার ধাপে ঢুকবে বেতন? "কোষাগার শূন্য" তাই এমন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার?
এপ্রিল থেকে চার ধাপে ঢুকবে বেতন? "কোষাগার শূন্য" তাই এমন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার?
DA Hike: এপ্রিল থেকে চার ধাপে ঢুকবে বেতন? "কোষাগার শূন্য" তাই এমন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার?

এপ্রিল থেকে চারটি কিস্তিতে ঢুকবে বেতন? বড় ঘোষণা করল রাজ্য সরকার। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের বকেয়া DA নিয়ে বহুদিন ধরেই ঝামেলা চলছে। বিক্ষোভে ফেটে পড়েছেন সরকারি কর্মীদের একটি দল। সুপ্রিম কোর্টে পর্যন্ত কেস উঠেছে।
আগামী ২৫ মার্চ রয়েছে ডিএ মামলার শুনানি। এদিন সরকারি কর্মীদের পক্ষে রায় হলে ধাপে ধাপে মিটিয়ে দিতে হবে এই বকেয়া টাকা। অন্যদিকে কোষাগারে টাকা নেই বলে ধাপে ধাপে টাকা দেবে রাজ্য সরকার বলে দাবি বিরোধীদের।
রাজ্য সরকারি কর্মীদের এই বকেয়া DA তাঁদের বেতনের সঙ্গেই ধাপে ধাপে ঢুকবে। এখন সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর।
৫৩ শতাংশ DA পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন ১৮ শতাংশ ডিএ। বেশ অনেকটাই টাকার ফারাক রয়েছে কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতাতে।
অন্যদিকে সপ্তম বেতন কমিশন ঘোষণার কথাও ভাবছে রাজ্য সরকার। তাতে এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি বেতন বেড়ে যেতে পারে রাজ্য সরকারি কর্মীদের।
এ ছাড়াও মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএ এপ্রিলের বেতন থেকে মোট চার কিস্তিতে মেটাতে হতে পারে সরকারি কর্মীদের বকেয়া টাকা। তবে কি একসঙ্গে টাকা দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের নেই? এমনই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

