Published : Aug 28, 2023, 03:18 PM ISTUpdated : Aug 28, 2023, 03:28 PM IST
ভাই-বোনের সম্পর্কের এক বিশেষ দিন এটি। ৩০ ও ৩১ তারিখ পালিত হবে রাখী উৎসব। এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় তার হাতে রাখি বাঁধে বোনেরা। আজ রইল কয়টি রাখির ডিজাইনের হদিশ। দেখে নিন ভাই-র জন্য কোনটা বেছে নেবেন।
এমন সোনালী রঙের বীডসের নকশা করা রাখি কিনতে পারেন। বেশ ছিমছাম দেখতে হয় এগুলো। আর সব জায়গায় পেতে পারেন এমন রাখি। লাল সুতো দিয়ে তৈরি এমন রাখি বেছে নিতেই পারেন।
210
হালকা ডিজাইনের রাখি পরাতে চাইলে বেছে নিতে পারেন এমন রাখি। এমন গোল ফুলের মতো কাজ করা রাখি পরাতে পারেন ভাইকে। এগুলো যে কোনও দোকানে পেয়ে যাবেন।
310
ফ্রেন্ডশিপ ব্যান্ড স্টাইলের রাখি বাজার কেড়েছে। এমন রাখি পরাতে পারেন আপনার ভাইকে। এগুলো দেখতে খুবই স্টাইলিশ হয়ে থাকে।
410
ব্রেসলেট রাখি কিনতে পারেন ভাইয়ের জন্য। এমন রাখি দেখতে খুবই স্টাইলিশ। এবছরের রাখি অন্য ভাবে পালন করতে চাইলে বেছে নিন এমন ব্রেসলেট রাখি। বিভিন্ন নকশার ব্রেসলেট রাখি পাওয়া যায়।
510
ফুলের মতো নকশার রাখি পরাতে পারেন ভাইকে। চাইলে হাতেও বানাতে পারেন এমন রাখি। বিভিন্ন রঙের উল নিন। তা সমান মাপে কেটে নিয়ে রাখি বানিয়ে নিন। আর এমন পাথর লাগাতে ভুলবেন না যেন।
610
বিডসের রাখি পরাতে পারেন। হালকা ও সুন্দর দেখতে হয় এগুলো। সারাদিন পরে থাকলেও অসুবিধা হয় না। তাই দেরি না করে বেছে নিন এমন রাখি।
710
এমন নাম লেখা রাখি পরাতে পারেন ভাইকে। এগুলো কাস্টোমাইজ রাখি হয়। চাইলে ভাইয়ের নাম লিখিয়ে তৈরি করে নিয়ে পারেন। তাই এমন কাস্টোমাইজ রাখি পরানোর ইচ্ছা থাকলে আর দেরি না করে শীঘ্রই অর্ডার দিন।
810
মেটালের এমন রাখি পরাতে পারেন। বিভিন্ন নকশা ও বিভিন্ন শব্দ সংযোগ করে এমন রাখি তৈরি করা হয়। যে কোনও দোকানে পেয়ে যাবেন এই ঘরনের রাখি।
910
ভাইয়ের বয়স যদি কম হয় তাহলে এমন কার্টুন নকশার রাখি বেছে নিন। ভাইয়ের পছন্দের কার্টুন চরিত্রের নকশা করা রাখি পরান ভাইকে।
1010
বাজেট একটু বেশি হলে রূপোর রাখি কিনতে পারেন। ছিম ছাম ডিজাইনের রূপোর রাখি পাওয়া যায়। তাই দেরি না করে এমন রাখি কিনে ফেলুন।