Hanuman Jayanti: রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ, ‘হনুমান জয়ন্তী’-তে শুভেচ্ছা জানান সকলকে

রাত পোহালেই হনুমান জয়ন্তী। রইল ১০টি বার্তার হদিশ, ‘হনুমান জয়ন্তী’-তে শুভেচ্ছা জানান সকলকে। দেখে নিন এক ঝলকে। 

Sayanita Chakraborty | Published : Apr 5, 2023 2:59 PM IST
110

তোমার ও তোমার পরিবারের সকলকে জানাই হনুমান জয়ন্তীর শুভেচ্ছা। সুখ-শান্তিতে ভরে উঠুক আপনার সংসার।– এই বার্তা পাঠাতে পারেন হনুমান জয়ন্তীর শুভ তিথিতে।

210

হনুমানজির কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার জীবনের সকল জটিলতা দূর করেন। হনুমান জয়ন্তী। - হনুমান জয়ন্তীর শুভ তিথিতে পাঠান এমন বার্তা।

310

ভগবান হনুমানের আশীর্বাদ থাকুক আপনার ও আপনার পরিবারের ওপর। শুভ হোক হনুমান জয়ন্তী। - এই শুভেচ্ছা বার্তা পাঠাতে পারে সকল পরিচিত ব্যক্তিকে।

410

ভগবান হনুমান আপনাকে শান্তি, সুখ, সমৃদ্ধি ও স্থিতিশীলতা দান করুক। শুভ হনুমান জয়ন্তী। - হনুমান জয়ন্তীতে এমন বার্তা পাঠান সকলকে।

510

সুখ শান্তিতে ভরে উঠুক আপনার জীবন। শুভ হনুমান জয়ন্তী। - সকলের জীবনের শান্তি আসুক এই কামনা করুন।

610

জয় বীর হনুমান।

জয় পবন পুত্র হনুমান।

সকলকে হনুমান জয়ন্তীতে জানাই শুভেচ্ছা। - হনুমান জয়ন্তীতে সকলকে পাঠান এমন শুভেচ্ছা বার্তা।

710

জয় শ্রী রাম, জয় বজরংবলী। শুভ হনুমান জয়ন্তী। - হনুমান জয়ন্তীর শুভ দিনে পাঠান এমন বার্তা।

810

মহাবীর বজরঙ্গী তুমি হনুমান।

কুমতি নাশিয়া করো সুমতি প্রদান ।।

শুভ হনুমান জয়ন্তী। - হনুমান জয়ন্তীর শুভ তিথিতে পাঠান এমন বার্তা।

910

তোমার চরণে যেবা মন প্রাণ দিবে।

এ জীবনে সেইজন সদা সুখ পাবে।।

শুভ হনুমান জয়ন্তী । - এই শুভ তিথিতে পাঠান এমন বার্তা।

1010

দিনের শুরু হোক একেবারে অন্যভাবে। শুভ হোক প্রতিটি কাজ। শুভ হনুমান জয়ন্তী। - এমন বার্তা পাঠাতে পারেন সকলকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos