Ram Navami: রাম নবমীতে শুভেচ্ছা জানান সকলকে, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে পালিত হয় রাম নমবী। হিন্দু শাস্ত্র অনুসারে, এই দিনটি ভগবান রামের জন্ম দিন। তাই এই দিনটি রাম নবমী উৎসব পালিত হয়। তিথি অনুসারে, এবছর ৩০ মার্চ পালিত হচ্ছে রাম নবমী। এই দিন সকলকে জানান শুভেচ্ছা। 

Sayanita Chakraborty | Published : Mar 29, 2023 6:45 PM
110

শ্রী রাম আপনার জীবন করে তুলুক উজ্জ্বল, আনুক তৃপ্তি। শুভ রাম নবমী।- পাঠান এমন শুভেচ্ছা বার্তা। 

210

শুভ রাম নবমীর এই দিনে, প্রার্থনা করি ঈশ্বরের কাছে, ভগবান রামের আশীর্বাদ আপনার, জীবনের সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক। শুভ রাম নবমী।- পাঠান এমন বার্তার হদিশ। 

310

রাম নবমীর এই শুভ তিথিতে, তোমার মনের সকল ইচ্ছা ও স্বপ্ন পূর্ণ হোক, এই কামনা করি ঈশ্বরের কাছে, শুভ রাম নবমী। - পাঠাতে পারেন এমন বার্তা। 

410

ভগবান রামের ঐশ্বরিক কৃপা সর্বদা থাক আপনার ওপর। শুভ রাম নবমী।- পাঠাতে পারেন এমন বার্তা। দিনের শুরুতে শুভেচ্ছা জানান সকলকে। 

510

উৎসব আপনাকে মনে করিয়ে দেয় যে মন্দের ওপর সর্বদা ভালো জয় হবে। আপনাকে ও আপনার পরিবারকে জানানাই শুভেচ্ছা। শুভ রাম নবমী। - পাঠান এমন বার্তা। 

610

রাম নবমীর পবিত্র দিনে কামনা করি যে শ্রী রাম আপনার বাড়ি সুখ, শান্তি এ সমৃদ্ধিতে পূর্ণ করুক। শুভ রাম নবমী। -রইল শুভেচ্ছা বার্তার হদিশ। 

710

হে প্রভু আপনার কৃপা বর্ষিত হোক সকলের জীবনে। সকলেই পৌঁছে যাক তার গন্তব্যে। শ্রী রামের কাছে রইল এমনই প্রার্থনা। শুভ রাম নবমী।- পাঠাতে পারেন এমন বার্তা। 

810

এই রাম নবমীতে আপনার জীবনে আসুক শান্তি ও সমৃদ্ধি। শুভ রাম নবমী।- পাঠান বার্তা। 

910

রইল রাম নবমীর শুভেচ্ছা। কামানা করি শ্রী রামের কৃপায় জীবনের সকল জটিলতা দূর হবে আপনার। - আজ পরিচিত সকলকে  পাঠান এমন বার্তা।

1010

পৃথিবীর অসুখ সেরে যাক ভগবান রামের কৃপায়। রাম নবমীর শুভেচ্ছা জানান সকলকে। - পাঠান এমন বার্তা। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos