Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ায় সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

আজ অক্ষয় তৃতীয়ায় সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

Sayanita Chakraborty | Published : Apr 22, 2023 11:20 AM
110

অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, মা লক্ষ্মীর কৃপা থাকুক আপনার ওপর। শুভ অক্ষয় তৃতীয়া। - আজ এই শুভ দিনে সকলকে জানান শুভেচ্ছা।

210

এই অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন। শুভ অক্ষয় তৃতীয়া। - আজ শুভেচ্ছা জানান সকলকে। পাঠান এমন বার্তা।

310

সর্বদা যেন আপনার ওপর অর্থের বর্ষণ হয়। শুভ অক্ষয় তৃতীয়া। - সকলকে জানান শুভেচ্ছা।

410

আপনার ধন-সম্পদ সুখ-শান্তি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া। - আজ শুভেচ্ছা পাঠান সকলকে।

510

অক্ষয় হোক সকলের স্বপ্ন। অক্ষয় থাকুক প্রতিটি জীবন। শুভ অক্ষয় তৃতীয়া। - এমন শুভেচ্ছা জানান সকলকে।

610

এই অক্ষয় তৃতীয়ায় তোমার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। দূর হোক সকল কষ্ট। - পাঠাতে পারেন এমন শুভেচ্ছা।

710

অক্ষয় হোক সকলের স্বপ্ন। অক্ষয় থাকুক প্রতিটি জীবন। শুভ অক্ষয় তৃতীয়া। - এমন শুভেচ্ছা জানান সকলকে।

810

স্বপ্নগুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক, দুঃখগুলো দূরে যাক, সুখে জীবন ভুরে যাক। শুভ অক্ষয় তৃতীয়া। - আজ সকলকে পাঠান এমন শুভেচ্ছা জানান সকলকে।

910

মা লক্ষ্মীর কৃপা তোমার ও তোমার পরিবারের ওপর সর্বদা থাকুক। পূরণ হোক সকল স্বপ্ন। শুভ অক্ষয় তৃতীয়া। - অক্ষয় তৃতীয়ায় শুভেচ্ছা পাঠান সকলকে।

1010

মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকুক আপনার ওপর। শুভ অক্ষয় তৃতীয়া। - এমন শুভেচ্ছা জানান সকলকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos