Bengali New Year: নববর্ষে শুভেচ্ছা জানান সকলকে, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Apr 14, 2023, 10:00 PM ISTUpdated : Apr 15, 2023, 12:22 PM IST

হালখাতা, নতুন পোশাক আর মিষ্টি এই তিন জিনিস মিলিয়ে এ এক ঐতিহ্যপূর্ণ দিন। রাত পোহালেই পয়লা বৈশাখ। প্রতিটি বাঙালির কাছে পয়লা বৈশাখ একটি বিশেষ উৎসব। এই দিন সকলে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ।

PREV
110

নতুন বছর নতুন আলো, নতুন আশার প্রদীপ জ্বালো, নতুন সুরে নতুন গানে, নতুন করে এগিয়ে চলো। শুভ নববর্ষ।– পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা।

210

পুরনো বছর যতই খারাপ কাটুক না কেন, নতুন বছর তোমার জীবনে সব খুশি নিয়ে আসবে। শুভ নববর্ষ। - বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এই উৎসব। এই দিন শুভেচ্ছা জানান সকলকে।

310

বাউল গানের ছন্দে তালে, নতুন বছর আসছে ঘুরে। শুভ নববর্ষ। - প্রতিটি বাঙালির কাছে পয়লা বৈশাখ একটি বিশেষ উৎসব। এই দিন পাঠান এমন বার্তা।

410

নতুন বছর ভরে উঠুক আনন্দে। সকলের মন থেকে দূর হোক দুঃখ। শুভ নববর্ষ। - এই শুভ দিনে সকলকে জানান শুভেচ্ছা। আপনার পাঠানো বার্তা মন কাড়ুক সকলের।

510

সকলকে জানাই পহেলা বৈশাখ এবং শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। - পয়লা বৈশাখে সকলকে জানান শুভেচ্ছা। পাঠান এমন বার্তা।

610

এসো হেয় বৈশাখ, এসো এসো.. বাঙালির উৎসব ফের এল... ওই দেখো নতুন ভোরের আলো নিয়ে নববর্ষ এল। শুভ নববর্ষ। - এই শুভ দিনে শুভেচ্ছা জানান সকলকে।

710

আধার কেটে আসুক আলো, নতুন বছর কাটুক ভালো। শুভ নববর্ষ। - হালখাতা, নতুন পোশাক আর মিষ্টি এই তিন জিনিস মিলিয়ে এ এক ঐতিহ্যপূর্ণ দিন। এই দিনে শুভেচ্ছা জানান সকলকে।

810

পুরনো যত হতাশা, দুঃখ ও অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দ মুখে যাক সকল যাতনা। শুভ নববর্ষ।- বাঙালি নবর্ষকে স্বাগত জানানোর পালা। বাংলার নতুন বছর শুরু হয় বৈশাখ দিয়ে। বৈশাখের শুরুতে অর্থাৎ নববর্ষের দিন প্রিয়জনকে পাঠান এই বার্তা।

910

সকল স্বপ্ন হোক জীবন্ত। আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত। শুভ নববর্ষ। - নতুন সালের সূচনা হোক এই বার্তা পাঠিয়ে। সকাল সকালে প্রিয়জনকে পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা।

1010

নতুন প্রভাতের নতুন আলোকে স্বাগত জানাই এই ধরনীকে। আনন্দ মনে স্বাগত জানান নতুন বছরকে। -নববর্ষের শুভ তিথিতে জানান শুভেচ্ছা।

click me!

Recommended Stories