হালখাতা, নতুন পোশাক আর মিষ্টি এই তিন জিনিস মিলিয়ে এ এক ঐতিহ্যপূর্ণ দিন। রাত পোহালেই পয়লা বৈশাখ। প্রতিটি বাঙালির কাছে পয়লা বৈশাখ একটি বিশেষ উৎসব। এই দিন সকলে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ।
Sayanita Chakraborty | Published : Apr 14, 2023 8:23 PM / Updated: Apr 15 2023, 12:22 PM IST
নতুন বছর নতুন আলো, নতুন আশার প্রদীপ জ্বালো, নতুন সুরে নতুন গানে, নতুন করে এগিয়ে চলো। শুভ নববর্ষ।– পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা।
পুরনো বছর যতই খারাপ কাটুক না কেন, নতুন বছর তোমার জীবনে সব খুশি নিয়ে আসবে। শুভ নববর্ষ। - বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এই উৎসব। এই দিন শুভেচ্ছা জানান সকলকে।
বাউল গানের ছন্দে তালে, নতুন বছর আসছে ঘুরে। শুভ নববর্ষ। - প্রতিটি বাঙালির কাছে পয়লা বৈশাখ একটি বিশেষ উৎসব। এই দিন পাঠান এমন বার্তা।
নতুন বছর ভরে উঠুক আনন্দে। সকলের মন থেকে দূর হোক দুঃখ। শুভ নববর্ষ। - এই শুভ দিনে সকলকে জানান শুভেচ্ছা। আপনার পাঠানো বার্তা মন কাড়ুক সকলের।
সকলকে জানাই পহেলা বৈশাখ এবং শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। - পয়লা বৈশাখে সকলকে জানান শুভেচ্ছা। পাঠান এমন বার্তা।
আধার কেটে আসুক আলো, নতুন বছর কাটুক ভালো। শুভ নববর্ষ। - হালখাতা, নতুন পোশাক আর মিষ্টি এই তিন জিনিস মিলিয়ে এ এক ঐতিহ্যপূর্ণ দিন। এই দিনে শুভেচ্ছা জানান সকলকে।
পুরনো যত হতাশা, দুঃখ ও অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দ মুখে যাক সকল যাতনা। শুভ নববর্ষ।- বাঙালি নবর্ষকে স্বাগত জানানোর পালা। বাংলার নতুন বছর শুরু হয় বৈশাখ দিয়ে। বৈশাখের শুরুতে অর্থাৎ নববর্ষের দিন প্রিয়জনকে পাঠান এই বার্তা।
সকল স্বপ্ন হোক জীবন্ত। আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত। শুভ নববর্ষ। - নতুন সালের সূচনা হোক এই বার্তা পাঠিয়ে। সকাল সকালে প্রিয়জনকে পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা।
নতুন প্রভাতের নতুন আলোকে স্বাগত জানাই এই ধরনীকে। আনন্দ মনে স্বাগত জানান নতুন বছরকে। -নববর্ষের শুভ তিথিতে জানান শুভেচ্ছা।