বড়দিনে সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভচ্ছা বার্তার হদিশ, দেখে নিন এক ঝলকে

Published : Dec 24, 2022, 10:15 PM ISTUpdated : Dec 24, 2022, 10:17 PM IST

রাত পোহালেই বড়দিন। প্রতিবছর ২৪ তারিখ থেকেই শুরু হয়ে যায় আনন্দ। মূলত এটি খ্রিষ্টানধর্মাবল্মীদের উৎসব হলেও, বর্তমানে সকলেই পালন করেন বড়দিন। বিশ্বের প্রায় সব কয়টি দেশে পালিত হয় এই উৎসব। এই বিশেষ দিন সকলকে জানান শুভেচ্ছা।

PREV
110

শুভ বড়দিন। তোমার বড়দিন শুভ কাটুক। ভরে উঠুক খুশিতে। শুভ বড়দিন। - কেউ কেউ পার্টির জন্য নিচ্ছেন প্রস্তুতি। এই সময় অধিকাংশ বাড়ি সাজাতে ব্যস্ত। এই সময় সকলকে জানান শুভেচ্ছা। এই শুভ দিনে সকলকে পাঠান শুভেচ্ছা বার্তা।  

210

এই শীতের সকালে তোমার বড়দিন কাটুক আনন্দে। রইল বড়দিনের শুভেচ্ছা। - বড়দিন যাতে ভালো কাটুক সেই প্রর্থনা থাক ঈশ্বরের কাছে। এই বিশেষ উৎসবে সকলকে পাঠান শুভেচ্ছা বার্তা। আপনার পাঠানো এই বার্তা মন কাড়বে সকলের। 

310

শুভ বড়দিন। তোমার বড়দিন কাটুক আনন্দে। ভরে উঠুক খুশির সুর। এছরের বড়দিন সকলের জন্য বয়ে আনুন আনন্দ। রইল শুভ বড়দিনের শুভেচ্ছা। - আপনার পাঠানো এই বার্তা মন কাড়ুক সকলের। বড়দিনের উৎসব যাতে সকলেক জন্য আনন্দ হয়ে আনে সে কামনাই করুন।  

410

সুন্দর একটি মাসের নাম ডিসেম্বর। সব মুহূর্ত কাটুক আনন্দে। মধুর হোক তোমার প্রতিটি মুহূর্ত। শুভ বড়দিন। - সারা বছর এই উৎসবের জন্য অপেক্ষায় থাকেন সকলে। এই শুভ তিথিতে পাঠান শুভেচ্ছা বার্তা।

510

আপনার ক্রিসমাস ভালোবাসা, হাসি ও আনন্দে ভরে উঠুক। আজকের দিনটি কাটুক আনন্দে। সকলকে জানাই মেরি ক্রিসমাস। - শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। রাত পোহালেই বড়দিনের আনন্দ। এই শুভ মুহূর্তে সকলকে জানান শুভেচ্ছা।

610

পবিত্র বড়দিন কাটুক শান্তি ও আনন্দে। পালন করুন এই বিশেষ দিন। সকলকে জানানই মেরি ক্রিসমাস। - বড়দিন থেকে শুরু করে নিউ ইয়ার পার্টি পর্যন্ত সকলেই কোনও না কোনও অনু্ষ্ঠানে যোগ দেন। এই আনন্দের মুহূর্তে সকলকে জানান শুভেচ্ছা।

710

বড়দিন শুধু একটি উৎসব নয়। এটি এক অনুভূতি। আসুন আমরা সকলে মিলে সেই অনুভূতি ভাগ করে নিন। শুভ বড়দিন। - আপনার পাঠানো এই বার্তা মন কাড়ুক সকলের। এই উৎসবের শুভ সময় পাঠিয়ে দিন এই বার্তা। 

810

তোমার চোখে যত স্বপ্নই শোভা পায়, হৃদয়ে লুকিয়ে থাকুক ইচ্ছা। এই বড়দিনের শুভ দিনে সব সত্য হোক। মেরি ক্রিসমাস। - রাত পোহালেই বড়দিন। প্রতিবছর ২৪ তারিখ থেকেই শুরু হয়ে যায় আনন্দ। এই শুভ মুহূর্তে সকলকে জানান শুভেচ্ছা। 

910

বড়দিন সবার কাটুক খুব মজায়। কাটুক হাসিখুশিতে। সুস্থতা হোক সকলের নিত্য সঙ্গী। প্রভু যীশুর আশীর্বাদ পড়ুক প্রতিটি ঘরে। রইল শুভ কামনা। - এমন বার্তা পাঠাতে পারেন সকলকে। বড়দিন যাতে সকলের আনন্দে কাটে সে কামনাই করুন। 

1010

আনন্দ, খুশি, মজা ও হইচই করে কাটুক বড়দিনের আনন্দের মুহূর্তে। সান্টা ক্লজ মনের সব বাসনা পূর্ণ করুন। প্রতিটি স্বপ্ন পাক পূর্ণতা। সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস। - বড়দিনের উৎসবে সকলকে জানান শুভেচ্ছা। পাঠাতে পারেন এমন বার্তা। 

click me!

Recommended Stories