চলছে ভ্যালেন্টাইন্স উইক। ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ আজ পালিত হচ্ছে চকোলেট ডে। আজ সকলেই প্রিয়জনকে মিষ্টি ও চকোলেট উপহার দিয়ে থাকেন। আজ এই বিশেষ দিনে সকলকে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন এক ঝলকে।
তোমার সঙ্গে শেয়ার করে খেলে চকোলেট আরও বেশি মিষ্টি হয়ে যাবে। হ্যাপি চকোলেট ডে।
তোমাদে জানাই চকোলেট ডে-র মিষ্টি শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের সম্পর্ক আরও মিষ্টি হয়ে উঠুক।
তুমি আমার জীবনে কতটা স্পেশ্যাল তা বলে বোঝাতে পারব না। শুধু বলতে চাই আমি তোমায় খুব ভালোবাসি। হ্যাপি চকোলেট ডে।
তুমিও ঠিক চকোলেটের মতোই মিষ্টি। ভালো থেকো ভালোবাসা। হ্যাপি চকোলেট ডে।
শুভ হোক চকোলেট ডে। মিষ্টি আর নোনতা মিশে থাক সমস্ত প্রেমের গল্পে। হ্যাপি চকোলেট ডে।
ভিড়ে মধ্যে সকলে আমার নজর কাড়তে পারে না। শুধু পারো তুমি। জানাই অনেক ভালোবাসা। হ্যাপি চকোলেট ডে।
চকোলেট ছাড়া যেমন চকোলট ডে অসম্পূর্ণ। তেমনই তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ। হ্যাপি চকোলেট ডে।
এক বাক্স চকোলেট আরও মিষ্টি করুবে আমার তোমার প্রেম। হ্যাপি চকোলেট ডে।
কেবলমাত্র একটি চকোলেটই তোমার মুখে হাসি আনতে পারে এবং রাগ করলে তা গলে যেতে পারে। আজ এই দিন বিশেষ দিনে জানানই শুভেচ্ছা। হ্যাপি চকোলেট ডে।
তোমার প্রিয় চকোলেট আর তোমার আণার ভালোবাসা দিয়ে শুরু হোক আজকের সুন্দর মুহূর্ত। হ্যাপি চকোলেট ডে।
Sayanita Chakraborty