চকোলেট ডে-তে ভালোবাসার মানুষকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Feb 09, 2023, 11:32 AM IST

চলছে ভ্যালেন্টাইন্স উইক। ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ আজ পালিত হচ্ছে চকোলেট ডে। আজ সকলেই প্রিয়জনকে মিষ্টি ও চকোলেট উপহার দিয়ে থাকেন। আজ এই বিশেষ দিনে সকলকে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন এক ঝলকে।

PREV
110

তোমার সঙ্গে শেয়ার করে খেলে চকোলেট আরও বেশি মিষ্টি হয়ে যাবে। হ্যাপি চকোলেট ডে। 

210

তোমাদে জানাই চকোলেট ডে-র মিষ্টি শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের সম্পর্ক আরও মিষ্টি হয়ে উঠুক। 

310

তুমি আমার জীবনে কতটা স্পেশ্যাল তা বলে বোঝাতে পারব না। শুধু বলতে চাই আমি তোমায় খুব ভালোবাসি। হ্যাপি চকোলেট ডে। 

410

তুমিও ঠিক চকোলেটের মতোই মিষ্টি। ভালো থেকো ভালোবাসা। হ্যাপি চকোলেট ডে। 

510

শুভ হোক চকোলেট ডে। মিষ্টি আর নোনতা মিশে থাক সমস্ত প্রেমের গল্পে। হ্যাপি চকোলেট ডে। 

610

ভিড়ে মধ্যে সকলে আমার নজর কাড়তে পারে না। শুধু পারো তুমি। জানাই অনেক ভালোবাসা। হ্যাপি চকোলেট ডে। 

710

চকোলেট ছাড়া যেমন চকোলট ডে অসম্পূর্ণ। তেমনই তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ। হ্যাপি চকোলেট ডে। 

810

এক বাক্স চকোলেট আরও মিষ্টি করুবে আমার তোমার প্রেম। হ্যাপি চকোলেট ডে। 

910

কেবলমাত্র একটি চকোলেটই তোমার মুখে হাসি আনতে পারে এবং রাগ করলে তা গলে যেতে পারে। আজ এই দিন বিশেষ দিনে জানানই শুভেচ্ছা। হ্যাপি চকোলেট ডে। 

1010

তোমার প্রিয় চকোলেট আর তোমার আণার ভালোবাসা দিয়ে শুরু হোক আজকের সুন্দর মুহূর্ত। হ্যাপি চকোলেট ডে। 

click me!

Recommended Stories