রইল ১০টি মজার শুভেচ্ছা বার্তার হদিশ, জামাই ষষ্ঠীর দিন পাঠাতে পারেন এমন বার্তা

এবছর জামাই ষষ্ঠী পড়েছে ২৫ মে। প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন শাশুড়ি, জামাই ও পরিবারের সকলে। এই দিন জামাইয়ের মঙ্গলকামনায় মা ষষ্ঠীর পুজো করে থাকেন। এই দিন পাঠান এমন শুভেচ্ছা।

Sayanita Chakraborty | Published : May 24, 2023 4:31 PM IST / Updated: May 24 2023, 10:05 PM IST
110

বাকি আছে অনেক কাজ। নতুন জামাই আসবে আজ। শুভ জামাই ষষ্ঠী। - জামাই ষষ্ঠীর দিন শুরু করুন ভিন্ন ভাবে। দিনের শুরুতে জানান শুভেচ্ছা। দিনের শুরুতে পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা।

210

দই, মিষ্টি আর পাঁপড় ভাজা। আনন্দ উৎসবে হবে খুব মজা। শুভ জামাই ষষ্ঠী। এই দিন সকাল সকাল পাঠাতে পারেন এমন বার্তা। জামাই ষষ্ঠীর দিন শুভেচ্ছা জানাতে ভুলবেন না। এই মজার মেসেজ অবশ্যই মনে থাকবে সকলের।

310

জামাই ষষ্ঠীতে জামাই এলো, আমাদের পরিবারে সম্পূর্ণ হল। শুভ জামাই ষষ্ঠী। - পরিবারের সকল সদস্য এই দিন আনন্দের মধ্যে দিন কাটায়। এই দিন পাঠাতে পারেন এমন শুভেচ্ছা।

410

জামাই আদরে ব্যস্ত সবাই, ঘরে এসেছে নতুন জামাই। শুভ জামাই ষষ্ঠী। ২৫ মে এবছর পালিত হবে জামাই ষষ্ঠী। এবছর দিন পালন করুন একেবারে অন্য ভাবে। এই দিন পাঠাতে পারেন এমন শুভেচ্ছা।

510

খাদ্য হবে রকমারি, ইলিশ আর গলদা চিংড়ি, সঙ্গে আছে মাংস খাসি। শুভ জামাই ষষ্ঠী। জামাইষষ্ঠী মানে জমিয়া খাওয়া দাওয়া। এই দিন সকালে পাঠাতে পারেন মাছ নিয়ে এমন শুভেচ্ছা বার্তা।

610

উৎসব আর উচ্ছ্বাসে, দিনট কাটুট আনন্দে। শুভ জামাই ষষ্ঠী। - এই দিন অনেক শাশুড়িরাই নিজের হাতে রান্না করে থাকেন। আবার কেউ কেউ পছন্দ করেন দোকানের খাবার। এবছরের জামাইষষ্ঠী হোক একেবারে অন্য রকম। দিনের শুরুতে পাঠান এমন বার্তা।

710

বাজাও শঙ্খ, দাও উলু ধ্বনি, জামাই আমার আসছে এখনই। জামাই ষষ্ঠীর উচ্ছ্বাসে, মেতে আছে সবাই আনন্দে। - জামাই ষষ্ঠীর দিন শুরু করুন বিশেষ ভাবে। পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা।

810

এসেছে মেয়ে আর জামাই। নতুন পোশাক, নতুন সাজ, শ্বশুর বাড়িতে চাঁদের হাট।– তা পোহালেই জামাইষষ্ঠী। জামাইকে পাত পেড়ে খাওয়াতে চলছে প্রস্তুতি। এই দিন সকালে জানান শুভেচ্ছা।

910

আম, কাঁঠাল আর লিচু, বাকি নেই কোনও কিছু। জামাই আসছে মোদের ঘরে, সবার মনে আনন্দ দিতে। শুভ জামাই ষষ্ঠী। - জামাই ষষ্ঠী মানে জমিয়ে খাওয়াদাওয়া এদিন। এই দিন ফল নিয়ে এমন মিষ্টি শুভেচ্ছা পাঠাতে পারেন।

1010

আপনাকে ও আপনার পরিবারের সকলকে জানাই জামাই ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। - পাঠাতে পারেন এমন বার্তা। এই বিশেষ দিনে সকলকে জানান শুভেচ্ছা। রাত পোহালেই জামাই ষষ্ঠী। এই বিশেষ দিন শুরু করুন শুভেচ্ছা জানিয়ে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos