Happy Mother’s Day: রইল ১০টি শুভেচ্ছা বার্তা, দেখে নিন মাতৃ দিবসে মাকে কেমন ভাবে শুভেচ্ছা জানাবেন

Published : May 13, 2023, 10:00 PM IST

মাতৃ দিবসে মা-কে সম্মান জানানোর দিন। এই বছর এই দিনটি পালন করুন একেবারে অন্য ভাবে। দিনের শুরুতে পাঠান শুভেচ্ছা বার্তা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ।

PREV
110

আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ হল মা তুমি। তুমিই আমার কাছে চন্দ্র, সূর্য। তুমিই আমার সব। শুভ মাতৃ দিবস। - পাঠান এমন বার্তা। আমেরিকা সর্বপ্রথম মে মাসের প্রথম দ্বিতীয় রবিবার মাতৃ দিবস পালন শুরু করে। সেই থেকে অধিকাংশ দেশই এই দিনটি বেছে নিয়েছেন।

210

জীবনের সকল চড়াই উতরাই সহজ হয়েছে মা তোমার জন্য। শুভ মাতৃ দিবস। - পাঠাতে পারেন এমন বার্তা। আপনার পাঠানো বার্তা মন কাড়বে আপনার মায়ের।

310

মা হল পৃথিবীর একমাত্র ব্যাঙ্ক। যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি। বিনিময় নিয়ে থাকি ভালোবাসা। শুভ মাতৃ দিবস। - পাঠাতে পারেন এমন বার্তা।

410

প্রতিটি দিন সুন্দর কাটে তুমি পাশে আছো বলে। তোমাকে ছাড়া এই জীবনটা পুরো অচল হত। শুভ মাতৃ দিবস। - এমনবার্তা পাঠাতে পারেন এই দিনে। এই বার্তায় প্রকাশ পাবে আপনার মনের বার্তা।

510

মা কথাটি ছোট হলেও এর থেকে মধুর নাম ত্রিভূবনে নেই। শুভ মাতৃ দিবস। - মাতৃ দিবসে পাঠাতে পারেন এমন বার্তা।

610

আমি সৌভাগ্যবান যে তোমায় মা হিসেবে পেয়েছি। তুমি শুধু আমার মা নও, সঙ্গে শিক্ষিকাও। শুভ মাতৃ দিবস। - এমন বার্তা পাঠান মাতৃ দিবসে।

710

দুনিয়ায় সব কিছুই বদলাতে পারে। কিন্তু, মায়ের ভালোবাসা কখনও বদল হয় না। শুভ মাতৃ দিবস। - পাঠান এমন বার্তা। মায়েরা নিজের সকল সুখ, স্বাচ্ছন্দ্য, ভালোলাগা ত্যাগ করে চলেছেন শুধুমাত্র সন্তানের সুখের জন্য। তাই মাদার-স ডে পালন করুন বিশেষ ভাবে।

810

দুনিয়ায় সব কিছুই বদলাতে পারে। কিন্তু, মায়ের ভালোবাসা কখনও বদল হয় না। শুভ মাতৃ দিবস। - পাঠান এমন বার্তা। মায়েরা নিজের সকল সুখ, স্বাচ্ছন্দ্য, ভালোলাগা ত্যাগ করে চলেছেন শুধুমাত্র সন্তানের সুখের জন্য। তাই মাদার-স ডে পালন করুন বিশেষ ভাবে।

910

মা ছাড়া জীবন অচল। নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি মুহূর্ত নির্জন। শুভ মাতৃ দিবস। মাদার-স ডে পালন করুন বিশেষ ভাবে।

1010

তুমি কতটা প্রিয় তা আমি ছাড়া কেউ জানে না। খুব ভালোবাসি মা তোমায়। শুভ মাতৃ দিবস। দিনের শুরুতে পাঠান শুভেচ্ছা বার্তা। মেসেজে লিখতে পারেন আপনার মনের কথা।

click me!

Recommended Stories