বিশেষ ভাবে পালন করুন শিশু দিবস, রইল কয়টি আইডিয়া, দেখে নিন কেমন ভাবে কাটাবেন দিন

Published : Nov 13, 2022, 02:52 PM IST
Childrens Day 2019 special these 6 brain foods is best for sharp mind for kids

সংক্ষিপ্ত

প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই দিনটি পালন করা হয় শিশু দিবস হিসেবে। শিশু দিবস পালন করুন একেবারে অন্য ভাবে। রইল বিশেষ কয়টি টিপস।

প্রতি বছর ১৪ নভেম্বর দিনটি পালিত হয় শিশু দিবস হিসেবে। এই দিন বিভিন্ন স্কুল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের উদ্দেশ্যে আয়োজন করা হয় বিশেষ উৎসব। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষা দেওয়া হয় তাদের। তেমনই আদান প্রদান করা হয় উপহার। ইতিহাস ঘাঁটলে জানা যায়, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই দিনটি পালন করা হয় শিশু দিবস হিসেবে। ১৮৮৯ সালের নভেম্বর মাসের ১৪ তারিখ জন্ম হয়েছিল নেহরুর। পরবর্তী সময় তিনি দেশের প্রথম প্রধান মন্ত্রী হয়। তাঁকে সম্মান প্রদান করতেই পালিত হয় এই বিশেষ দিন। এবছর শিশু দিবস পালন করুন একেবারে অন্য ভাবে। রইল বিশেষ কয়টি টিপস। এই কয় উপায় পালন করতে পারেন শিশু দিবস।

শিশু দিবসের কোনও অনুষ্ঠানে নিয়ে যান বাচ্চাকে। এই বিশেষ দিনে স্কুলে তো বটেই সঙ্গে নানান স্থানে চলতে থাকে নানান অনুষ্ঠানে। এমন অনুষ্ঠানে বাচ্চাকে যোগদান করান। এতে যেমন বাচ্চার জ্ঞানের ভান্ডার পূর্ণ হবে তেমনই দিনটি কাটবে অন্যভাবে।

বাচ্চার জন্য পিকনিকের পরিকল্পনা করতে পারেন। এই দিনটি তাকে গুরুত্ব দিন। নিজের ব্যস্ততার মাঝে বাচ্চার জন্য সময় বের করুন। বাচ্চাকে নিয়ে ঘুরতে যান। তাকে উপহার দিন। এতে দিনটি আনন্দের মধ্য দিয়ে কাটবে।

শিশু দিবসের থিমের পোশাক কিনে দিন। বাজারে খুঁজলে এণন ছিমেপ নানান পোশাক পেয়ে যাবেন। বাচ্চাকে এমন পোশাক কিনে দিন। সঙ্গে তাকে এই দিনটির গুরুত্ব জানান। এমনই বিশেষ ভাবে পালন করুন শিশু দিবস।

ক্যাম্পিং ট্রিপে নিয়ে যেতে পারেন। এই দিন বিভিন্ন স্থানে ক্যাম্পিং এর আয়োজন হয়ে থাকে। সেখানে তার মতো আরও বাচ্চার সঙ্গে মেশার সুযোগ পাবে সে। এতে বাচ্চার মন ভালো হবে। এভাবে পালন করুন দিনটি।

এই দিন ঘর সাজিয়ে ফেলুন। শিশু দিবসের থিমে সাজিয়ে ফেলুন বাড়ি। বেলুন, রিবন, স্টিকার দিয়ে বাচ্চার ঘর সাজিয়ে ফেলুন। ঘর সাজিয়ে চমকদিন বাচ্চাকে। দিনটি কাটবে অন্য ভাবে।

এই দিন বাড়িতে গেট টুগেদারের আয়োজন করতে পারেন। বাচ্চার সব বন্ধুদের নিয়ন্ত্রণ জানান। এই দিন শিশু দিবসের কথা মাথায় রেখে বিভিন্ন ইভেন্টের আয়োজন করুন। বাচ্চাদের পছন্দের খাবার বানান। এতে দিনটি কাটবে অন্য ভালে। এই সকল বিশেষ উপায় পালন করতে পারেন শিশু দিবস।

 

আরও পড়ুন- চুলের যত্নে ব্যবহার করুন পাম তেল, রয়েছে একাধিক উপকারিতা, জেনে নিন কী কী 

আরও পড়ুন-  শীতে ত্বক ভালো রাখুন গ্রিন কফির সাহায্যে, রইল গুণের খোঁজ, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন 

আরও পড়ুন- এই কয়টি কারণে বাড়ছে টাইপ ২ ডায়াবেটিসের সমস্যা, দেখে নিন কী কী, সময় থাকতে সতর্ক হন

PREV
click me!

Recommended Stories

Egg Shells: ডিমের খোসা ফেলে না দিয়ে ব্যাবহার করতে পারেন এই বিশেষ কয়েকটি উপায়?
বাড়িতে সহজে চাষযোগ্য ৭টি শীতকালীন সবজি