আর কদিন পরই শুরু হবে মাধ্যমিক। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাবেন অনেকেই। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ রইল বিশেষ টিপস। এই সময় মেনে চলুন বিশেষ টিপস।
আর কদিন পরই শুরু হবে মাধ্যমিক। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাবেন অনেকেই। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ রইল বিশেষ টিপস। এই সময় মেনে চলুন বিশেষ টিপস।
বিশ্রাম নিন
পরীক্ষা মানে সারাদিন বইয়ে মুখ গুঁজে রাখবেন না। সারা দিন পড়াশোনা করলে শরীর খারাপ হতে পারে। পড়ার চাপ যতই হোক না কেন রোজ পর্যাপ্ত সময় বিশ্রাম নিন। অন্তত ৭ থেকে ৮ ঘন্টা ঘুমান। তা না হলে স্ট্রেস বাড়বে।
সঠিক খাবার খান
রোজ সঠিক খাবার খান। পড়ার চাপে খাবার খাবেন না এমন করবেন না। কোনও খাবারই যেন স্কিপ না হয়। এবার এই ভুল একেবারেই নয়। রোজ সঠিক পরিমাণ খাবার খান।
অনুশীলন করুন
এই সময় নতুন করে কিছু মুখস্ত করার দরকার নেই। বরং বারে বারে অনুশীলন করুন। এতে মিলবে উপকার। নতুন করে কিছু মুখস্ত করতে গেলে আগের পড়া ভুলে যেতে পারেন।
রুটিন মেনে পড়ুন
সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিন তৈরি করে নিন। কখন কোন বিষয় পড়বেন তা স্থির করে নিন আগে থেকে। এতে সমস্যা কম হবে।
ছোট নোট তৈরি করুন
সব সময় ছোট নোট তৈরি করে পড়াশোনা করুন। তাতে দ্রুত মুখস্ত হবে। মেনে চলুন এই বিশেষ টিপস।
ঘড়ি ধরে লেখার অভ্যেস
আর কদিন বাকি পরীক্ষায়। পরীক্ষার সময় নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা শেষ করা দরকার। তাই এই সময় ঘড়ি ধরে লেখার অভ্যেস করুন। রোজ গুরুত্বপূর্ণ উত্তরগুলো লেখার অভ্যেস করুন। এতে মিলবে উপকার।
মক টেস্ট
এই সময় মক টেস্ট দিতে পারেন। মক টেস্ট দিলে পরীক্ষায় ভালো ফল পেতে সুবিধা হবে। মেনে চলুন এই টিপস।