মতভেদের কারণে কংগ্রেসের পদ থেকে বহিঃস্কার করা হয় নেতাজিকে- সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবন সম্পর্কে রইল অজানা তথ্য

মতভেদের কারণে কংগ্রেসের পদ থেকে তাঁকে বহিঃস্কার করা হয়। মোহনদাস করমচাঁদ গান্ধী ও কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে মতপার্থক্যের কারণে ১৯৩৯ সালে কংগ্রেসের বিদেশী ও অভ্যন্তরীণ নীতিগুলোকে প্রকাশ্যে আক্রমণ করেন তিনি।

প্রতি বছর ২৩ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের আজকের দিনটি সরকারি ছুটির দিন। এই দিন সর্বত্র পালিত হয় নেতাজিকে সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী বা পরাক্রম দিবস। ১৮৯৭ সালে ২৩ জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্ম হয় নেতাজির। তাঁর পিতে জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। ছোট থেকেই মেধাবী ছিলেন তিনি। আজ এই বিশেষ দিনে নেতাজি সম্পর্কে রইল এক অজানা তথ্য।

জানা যায়, ১৯১৯ সালে তিনি ভারতীয় সিভিল সার্ভিসের পরীক্ষায় চতুর্থ স্থান দখল করেন। তবে, তিনি এই চাকরি থেকে ইস্তফা দিয়ে দেন।

Latest Videos

সুভাষ চন্দ্র বসু ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস-র নির্বাচিত হন কিন্তু ১৯২১ সালে সালে পদত্যাগ করেন। ব্রিটিশ সরকারের সেবা করতে চাননি তিনি। পতে তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হন।

এর আগে ১৯২০ ও ১৯৩০ শেষ সময় পর্যন্ত তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ও ১৯৩৮ এবং ১৯৩৯ সালে কংগ্রেসের সভাপতি হন। মতভেদের কারণে কংগ্রেসের পদ থেকে তাঁকে বহিঃস্কার করা হয়। মোহনদাস করমচাঁদ গান্ধী ও কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে মতপার্থক্যের কারণে ১৯৩৯ সালে কংগ্রেসের বিদেশী ও অভ্যন্তরীণ নীতিগুলোকে প্রকাশ্যে আক্রমণ করেন তিনি। এই কারণে শুরু হয় অন্তঃদ্বন্দ্ব। তারপর তাঁকে কংগ্রেস থেকে বহিঃস্কার করা হয়।

অন্যদিকে, আবার জাতীয় কংগ্রেসে ২ বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা বিরুদ্ধ মত প্রকাশের কারণে ফের সমস্যা তৈরি হয়। রাজনৈতিক কেরিয়ারে এমন নানান পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। যা সেভাবে আসেনি প্রকাশ্যে। আজ এই বিশেষ দিনে রইল সেই সকল তথ্য। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


আরও পড়ুন

Netaji Jayanti 2024: সুভাষচন্দ্র বসুর রহস্যময় অন্তর্ধান নিয়ে আজও চলছে গবেষণা, নেতাজি জয়ন্তীতে ফিরে দেখা সেই স্মৃতি

Netaji Jayanti 2024: জানেন বিশ্বের প্রথম সুভাষ মন্দির কোথায় অবস্থিত, একজন ভারতীয় হিসেবে এটি অবশ্যই প্রত্যেকের জানা উচিত

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
North 24 Parganas News: ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়
‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র