আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

সর্বত্র পালিত হচ্ছে ভাষা দিবস। ঐতিহাসিক দিন হল এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি ভাষাগত ও সংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে। এই বিশেষ দিনে শুভেচ্ছা জানান সকলকে।

 

Sayanita Chakraborty | Published : Feb 20, 2024 2:15 PM IST
110

স্মরণে একুশ, রইল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

210

বাংলা আমার তৃষ্ণার জল

তৃপ্ত শেষ চুমুক

আমি একবার দেখি, বারা বার দেখি বাংলার মুখ।

310

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি- মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

410

আ মরি মাতৃভাষা... একুশে শুভেচ্ছা। শুভ মাতৃভাষা দিবস।

510

ফেব্রুয়ারি বাংলা ভাষার মাস।

বাংলা আমার মাতৃভাষা, মেটায় মনের আশা

সকলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

610

যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে। সেই ভাষাকে সম্মান করি। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

710

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা।

810

বাংলায় কথা বলি, বাংলাকে সমৃদ্ধ করি। সকলকে এই বিশেষ দিনে জানাই শুভেচ্ছা।

910

কারও দানে পাওয়া না,

রক্ত দিয়ে কেনা এই বাংলা ভাষা।

শুভ মাতৃভাষা দিবস।

1010

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা। এই বিশেষ দিনে জানাই শুভেচ্ছা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos