পা দিয়ে মাখা হচ্ছে ফুচকা তৈরির ময়দা! মেশানো হচ্ছে হার্পিকের মতো রাসায়নিক, ফাঁস হল ভয়ঙ্কর ভিডিও

পা দিয়ে মাখা হচ্ছে ফুচকা তৈরির ময়দা! মেশানো হচ্ছে হার্পিকের মতো রাসায়নিক, ভয়ঙ্কর ভিডিও ভাইরাল

আজকালকার তরুণ-তরুণীদের, বিশেষ করে মেয়েদের  ফুচকা খুবই প্রিয়। শুধু হায়দ্রাবাদেই নয়, ছোট শহর থেকে গ্রাম সব জায়গাতেই ফুচকা অত্যন্ত জনপ্রিয়। 'দাদা আরও একটু ঝাল দাও' এই কথাটা সবার কাছেই অত্যন্ত পরিচিত। এ থেকেই বোঝা যায় পানিপুরির কদর কতটা। কিন্তু ফুচকা কীভাবে তৈরি হয় তা দেখলে, আপনি হয়তো আর কখনও ফুচকা খেতে চাইবেন না। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। যা দেখলে রীতিমতো শিউরে উঠবেন। 

ঝাড়খণ্ডের গড়োয়া জেলার মজিগাঁও বাজারের অংশু এবং রাঘবেন্দ্র ফুচকা বিক্রি করেন। নিজেই ফুচকা তৈরিও করেন তিনি। সম্প্রতি তিনি ফুচকা তৈরির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যেখানে ভিডিওতে দেখা গিয়েছে যে, ফুচকার পুর তৈরির জন্য ময়দা মাটিতে রেখে পা দিয়ে মাড়া দেওয়া হচ্ছে। এছাড়াও, স্বাদের জন্য ময়দায় মেশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক, যার মধ্যে রয়েছে টয়লেট পরিষ্কারের হারপিক এবং সারের জন্য ব্যবহৃত ইউরিয়া। ভয়ঙ্কর এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে নেট মহলে।

জনগণের স্বাস্থ্যের সঙ্গে এমন খেলা এবং বিপজ্জনক পানিপুরি তৈরির ভিডিওটি ভাইরাল হওয়ার পর, স্থানীয় প্রশাসন অংশু এবং রাঘবেন্দ্রকে গ্রেফতার করে। ফুচকা তৈরিতে ব্যবহৃত সামগ্রীগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে। ভিডিওটি দেখে স্থানীয়রা দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন।

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলে নেওয়ার জন্য অর্জুন সিং-য়ের উপর চাপ দেওয়া হচ্ছে'- Sukanta Majumdar #shorts #sukantamajumdar
দেখুন সেই মুহূর্ত! অবশেষে খাঁচাবন্দি বাঘিনী জিনাত | Bankura Tiger News | Tigress Zeenat Caged
মেলায় যাওয়ার সময় এইরকম কাণ্ড ঘটবে কেউ ভাবতেই পারেনি! Nadia-এ চাঞ্চল্য | Nadia News Today
Suvendu Adhikari : উড়িষ্যায় গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার, পুলিশের বিরুদ্ধে বড় পদক্ষেপ শুভেন্দুর
'সার্জিক্যাল স্ট্রাইক হবে, না হলে শোধরাবে না মোল্লা ইউনূস' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari