স্নান করার সময়ও গিজ়ার চালু রেখেছেন? হতে পারে মহা বিপদ, জেনে নিন কী করবেন

Published : Aug 28, 2025, 03:38 PM IST
why you feel sleepy after head bath

সংক্ষিপ্ত

গিজ়ার চালিয়ে রেখে স্নান করা বা এই ভরা বর্ষায় বেশিক্ষণ চালিয়ে রাখা নিরাপদ না। সামান্য অসর্তকতায় মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। বিশেষ করে বাড়ির পুরোনো গিজ়ার হলে তা থেকে দুর্ঘটনা ঘটার সুযোগ বেশি।

শীতে ঠান্ডা জলে স্নান করা থেকে বাঁচতে এখন সকলেরই ভরসা গিজ়ার। এমনকি বিশেষ কোনো শারীরিক অসুবিধে বা অনলাইনের পরামর্শে সারা বছরই মাঝে মধ্যে গরম জলে স্নান করেন অনেকে। ফলে গিজ়ার চলতেই থাকে। অথচ ঠিকমতো সংরক্ষণ বা সতর্কতা অবলম্বন করেন না অনেকেই।

এছাড়াও গিজ়ার চালিয়ে রেখে স্নান করা বা এই ভরা বর্ষায় বেশিক্ষণ চালিয়ে রাখা নিরাপদ না। সামান্য অসর্তকতায় মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। বিশেষ করে বাড়ির পুরোনো গিজ়ার হলে তা থেকে দুর্ঘটনা ঘটার সুযোগ বেশি। স্নানের সময় ভিজে শরীরে কোনভাবে গিজার বা তার বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে সাথে সাথে তড়িৎ পরিবহন হয় শক লেগে যেতে পারে।

গিজ়ারে কোনও লিকেজ থেকে বা বৈদ্যুতিক সার্কিট বিকল হয়ে শক লাগার সম্ভাবনা থাকতে পারে, গরম হওয়া জলের তাপমাত্রা খুব বেড়ে গিয়ে গা পুড়ে যেতে পারে। আবার বর্ষার সময়ে বাড়ির দেওয়াল ভিজে থাকে। দেওয়াল স্যাঁতসেঁতে থাকলেও তা সহজেই বিদ্যুৎ পরিবাহী হয়ে ওঠে।

বিপদ এড়াতে কী করা যায়?

* গিজ়ারের বিপদ এড়াতে স্নানের আগে গিজ়ার চালিয়ে জল গরম করে নিন, কিন্তু স্নানের সময়ে বন্ধ করে রাখুন। যদি স্নানের জন্য অনেকটা জলের প্রয়োজন, তাহলে আলাদা একটি বালতিতে গরম জল ভরে ঢেকে রাখুন।

* গিজ়ার ঠিক মতো কাজ করছে কিনা, তা জানার জন্য ৬ মাস অন্তর অন্তর পরীক্ষা করিয়ে নিন গিজ়ারে কোনো ত্রুটি আছে কিনা।

* সময়ের সঙ্গে গিজ়ারের মধ্যে জল থেকে আয়রনের আস্তরণ পড়তে থাকে, যা যন্ত্র বিকল করে দিতে পারে। তাই সময়মতো গিজ়ার পরিষ্কার করাও জরুরি।

* গিজ়ার বন্ধ থাকলেও স্নানের সময় গিজ়ারের গায়ে, প্লাগে বা সংলগ্ন পাইপে হাত দিতে যাবেন না, এতে তড়িৎ পরিবহণ হয়ে ঝটকা খাওয়ার আশঙ্কা থাকতে পারে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা
বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই জন্মায়