আয়নার মতো ঝকঝক করবে বাথরুম! নতুনের মতো চকচক করবে টাইলস, কী এই ঘরোয়া টোটকা জানেন?

আয়নার মতো ঝকঝক করবে বাথরুম! নতুনের মতো চকচক করবে টাইলস, কী এই ঘরোয়া টোটকা জানেন?

Anulekha Kar | Published : Jul 23, 2024 9:38 AM IST

বাথরুমেরর মেঝে পরিস্কার করতে ভীষণ খাটনি হয়।  তাতেও লাভ হয় না। সহজে দূর হয় না জেদি ময়লা। বাইরে থেকে দামি টয়লেট ক্লিনার এনেও ঝকঝকে করা যায় না বাথরুম। কিন্তু আগেকার দিনের মা, মাসির টোটকাতেই মুশকিল আসান হতে পারে। এমন কিছু বিশে, উপায় রয়েছে যা নিমেষের মধ্যে বাথরুম চকচকে করে দিতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেই সব টিপস-

মার্বেল মেঝে পরিষ্কার করতে ভিনিগার অত্যন্ত কার্যকর। আধ বালতি জলে এক কাপ ভিনেগার মিশিয়ে নিতে হবে  এরপর এই মিশ্রণে কাপড় ডুবিয়ে তা দিয়ে ভাল করে বাথরমের টাইলস ঘষতে হবে। ব্যাস তারপরেই দেখবেন ম্যাজিক! কয়েক মিনিটের মধ্যে আয়নার মতো ঝকঝক করবে বাথরুমের ফ্লোর। 

Latest Videos

আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হল লেবু। রান্নাঘরের বহু কাজেই লেবু লাগে। বাথরুমের টাইলস পরিস্কার করতেও সাহায্য করে লেবু। প্রথমে চার থেকে পাঁচটা লেবুর রস নিয়ে তাতে ব্রাশ চুবিয়ে দাগের উপরে ঘষতে হবে। নিমেষের মধ্যে উধাও হবে টাইলসের দাগ। একেবারে নতুনের মতো চকচক করবে টাইলস।

জানলে অবাক হবেন নুন দিয়েও বাথরুম পরিস্কার করা যাবে। হালকা গরম জলে লুন ও সম পরিমাণ ডিটারজেন্ট দিয়ে এই মিশ্রণে কাপড় ভিজিয়ে টাইলস পরিষ্কার করুন। প্রয়োজনে ব্রাশও ব্যবহার করতে পারবেন। খাটনি ছাড়াই  দাগ দূর হবে সহজেই।

বাথরুম পরিষ্কার করতে বেকিং সোডা এবং লেবুও কার্যকর। আধ বালতি জলে তিন-চার চামচ বেকিং সোডা এবং দুই-তিনটি লেবুর রস মিশিয়ে নিয়ে এতে এক চামচ লিকুইড ডিশওয়াশ মিশিয়ে নিয়ে এই দ্রবণ দিয়ে মার্বেল মেঝে মুছতে হবে। এতে কয়েক মিনিটের মধ্যেই ঝকঝকে হয়ে উঠবে বাথরুমের মেঝে।

Share this article
click me!

Latest Videos

সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari