Life Hacks: এবার ফ্যান পরিষ্কার আর ঝক্কির নয়, মাত্র ৫ মিনিটেই হবে ঝকঝকে, রইল টিপস

Published : Jul 22, 2025, 04:13 PM IST
trick of cleaning ceiling fan

সংক্ষিপ্ত

সিলিং ফ্যান পরিষ্কার করা অনেকের কাছেই ঝক্কির কাজ। কিন্তু কিছু সহজ টিপস মাত্র ৫ মিনিটেই ফ্যান ঝকঝকে করে তুলতে পারে। বালিশের কভার, খবরের কাগজ, ডিটারজেন্ট ও খাবার সোডা ব্যবহার করে সহজেই ফ্যানের ব্লেড পরিষ্কার করা সম্ভব।

গরম পড়তেই আবার ফ্যান চালু করতে হচ্ছে। কিন্তু মাসের পর মাস বন্ধ থাকা ফ্যানের ব্লেডে জমে থাকে ধুলোময়লা আর জঞ্জাল। এর ফলে ঘরে ফ্যান চালানো মানেই ময়লা উড়ে বেড়ানো, আর ফ্যানের কার্যক্ষমতাও কমে যায়। অনেকের কাছেই, ফ্যান পরিষ্কার করাটা ঝক্কির কাজ। কিন্তু একটু বুদ্ধি খাটালেই মাত্র ৫ মিনিটে ঝামেলাহীনভাবে পরিষ্কার করা সম্ভব। রইল এমনই কিছু সহজ ও কার্যকরী টিপস।

ফ্যান পরিষ্কারের আগে প্রাথমিক প্রস্তুতি ও সাবধানতা

ফ্যান পরিষ্কার করার আগে বিছানার উপর পেতে ফেলুন একটি পুরনো বা বাতিল করা চাদর। এতে পরিষ্কারের সময় ঝরে পড়া ধুলোময়লা বিছানায় না লেগে চাদরের উপর পড়বে। পড়ে শুধু সেটি পরিষ্কার করে নিলেই হবে।

সুরক্ষার জন্য ফ্যান বন্ধ করার পাশাপাশি মেইন সুইচও বন্ধ করে নিন। এছাড়া সিলিং ফ্যান পরিষ্কার করতে গিয়ে চেয়ার, তার ওপর টুল ব্যবহার না করে, মই ব্যবহার করুন।

ফ্যান পরিষ্কার করবেন যেভাবে -

১। পুরনো বালিশের কভার ব্যবহার

ব্লেডের উপর বালিশের কভার পরিয়ে মুখ চেপে ধরে ধীরে ধীরে ব্লেডের দৈর্ঘ্য বরাবর টানুন। এতে ধুলোবালি কভারের ভেতরেই থাকবে, ছড়িয়ে পড়বে না।

২। খবরের কাগজ ব্যাবহার

প্রথমে শুকনো কাপড় দিয়ে হালকা হাতে ব্লেডের ওপরের অংশ প্রথমে মুছে নিন। এতে চিটচিটে ধুলোগুলি অনেকটাই সরে যাবে।

এরপর খবরের কাগজকে হালকা জলে ভিজিয়ে নিয়ে কাগজ দিয়ে ব্লেড মুছে ফেলুন। সহজেই পরিষ্কার হয়ে যাবে এতে।

৩। ডিটারজেন্ট ও খাবার সোডা

এক বালতিতে কুসুম গরম জলে ডিটারজেন্ট মিশিয়ে তাতে অল্প খাবার সোডা দিন। তারপর গ্লাভস পরে সেই মিশ্রণে কাপড় ডুবিয়ে ফ্যানের ব্লেড ভালোভাবে মুছুন। ব্লেড ঝকঝকে পরিষ্কার হবে এতে।

বেশি নোংরা হলে ফ্যানের ব্লেড খুলে নিয়ে ডিটারজেন্ট গোলা জলেও ভিজিয়ে রাখতে পারেন। এতে খাটনিও কমবে।

সারাংশ অনেকের কাছেই সিলিং ফ্যান পরিষ্কার করা ঝক্কির কাজ, কিন্তু একটু বুদ্ধি খাটালেই মাত্র ৫ মিনিটে ঝকঝকে পরিষ্কার হবে আপনার সিলিং ফ্যান।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মদ্যপানেই স্বস্তি ও ফুরফুরে মন, জবাব পাওয়া যেতে পারে মানুষের পূর্বপুরুষের অভ্যেস বিবেচনায়
মাটি ছাড়া বালি-নুড়িতে এই ৫টি গাছ লাগান, ঘরের AQI থাকবে নিয়ন্ত্রণে