সব মেয়েরাই চায় তাদের মুখ উজ্জ্বল দেখাক। এজন্য তারা নানা রকম প্রসাধনী ব্যবহার করে। কিন্তু জানেন কি, হলুদ আর ঘি দিয়ে তৈরি ফেস প্যাক প্রাকৃতিক উপায়ে মুখের জেল্লা বাড়াতে সাহায্য করে? হ্যাঁ, হলুদ আর ঘি বহু শতাব্দী ধরে নানা কাজে ব্যবহৃত হয়ে আসছে। এই দুটো মিশিয়ে ফেস প্যাক হিসেবে মুখে লাগালে মুখ উজ্জ্বল হয়। হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আছে। ঘিতে আছে পুষ্টি আর আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা। তাই এই দুটো মিলিয়ে মুখের জেল্লা বাড়াতে সাহায্য করে। হলুদ-ঘি ফেস প্যাকের উপকারিতা সম্পর্কে জেনে নিন।