মুখে জেল্লা আনতে হলুদ-ঘি ফেস প্যাক মাখুন! পার্লারে খরচ না করে করুন এই কাজ

Published : Feb 24, 2025, 03:23 PM ISTUpdated : Feb 24, 2025, 03:25 PM IST

মুখে জেল্লা আনতে হলুদ-ঘি ফেস প্যাক মাখুন! পার্লারে খরচ না করে করুন এই কাজ

PREV
16

সব মেয়েরাই চায় তাদের মুখ উজ্জ্বল দেখাক। এজন্য তারা নানা রকম প্রসাধনী ব্যবহার করে। কিন্তু জানেন কি, হলুদ আর ঘি দিয়ে তৈরি ফেস প্যাক প্রাকৃতিক উপায়ে মুখের জেল্লা বাড়াতে সাহায্য করে? হ্যাঁ, হলুদ আর ঘি বহু শতাব্দী ধরে নানা কাজে ব্যবহৃত হয়ে আসছে। এই দুটো মিশিয়ে ফেস প্যাক হিসেবে মুখে লাগালে মুখ উজ্জ্বল হয়। হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আছে। ঘিতে আছে পুষ্টি আর আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা। তাই এই দুটো মিলিয়ে মুখের জেল্লা বাড়াতে সাহায্য করে। হলুদ-ঘি ফেস প্যাকের উপকারিতা সম্পর্কে জেনে নিন।

26

হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ত্বককে রোদ, দূষণ, ধুলোবালি ইত্যাদি পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। ঘি ত্বকের পুষ্টি জোগায়। ফলে ত্বক সুস্থ ও উজ্জ্বল থাকে।

36

হলুদ ত্বকের মৃত কোষ দূর করে। ঘি ত্বকের পুষ্টি জোগায়। ফলে ত্বক উজ্জ্বল ও জেল্লায় ভরে ওঠে।

46

হলুদ আর ঘি ত্বকের কালো দাগ, রঙ ও অসমান ত্বকের সমস্যা দূর করে। এই ফেস প্যাক কোলাজেন উৎপাদন বাড়ায়, ত্বকে নমনীয়তা আনে। ফলে মুখ উজ্জ্বল হয়।

56

হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ মুখের বলিরেখা কমায়। ঘি ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে। ফলে অকাল বার্ধক্য প্রতিরোধ করে।

66

হলুদের কার্কিউমিন, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণ, ত্বকের ফাটা ও ফোলা ভাব কমায়। হলুদ-ঘি ফেস প্যাক ত্বককে মসৃণ ও আর্দ্র রাখে।

click me!

Recommended Stories