মাছের মূর্তি স্বাস্থ্য, শক্তি, সম্পদ এবং সুখের প্রতীক। তাই বাস্তুশাস্ত্র অনুসারে রুপো বা পিতলের মাছের মূর্তি বাড়িতে কিনে রাখলে খুবই উপকার পাওয়া যায়। মনে রাখবেন, এটি বাড়ির উত্তর বা পূর্ব দিকে রাখতে হবে। যদি ধাতুর মাছের মূর্তি কিনতে না পারেন, তাহলে বাড়িতে একজোড়া মাছের ছবি কিনে রাখুন।