Viral Video: পাহাড়ের কিনারায় ঝুলছে যুবক, কীভাবে বাঁচল প্রাণ? মুহূর্তে ভাইরাল ভিডিও

ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে পাহাড়ের একাংশ ধরে ঝুলতে দেখা যাচ্ছে একটি ছেলেকে। তাঁকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে তাঁরই তিন বন্ধু।

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে পাহাড়ের একাংশ ধরে ঝুলতে দেখা যাচ্ছে একটি ছেলেকে। তাঁকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে তাঁরই তিন বন্ধু। ভিডিও দেখে বোঝা যাচ্ছে, পাহাড়ে ঘুরতে গিয়েছে বন্ধুরা। সেখানে ঘটেছে এমন অঘটন। এই ছোট্ট ক্লিপিংস দেখলে মনে পড়ে যেতে পারে যে কোনও বলিউড ছবির কথা। ছবির পর্দায় এমন দৃশ্য প্রায়শই দেখা মেলে। পাহাড় থেকে পড়ে যাচ্ছে নায়ক, কিংবা কখনও পাহাড় থেকে পড়ে যাওয়ার পর দড়ি বেয়ে উঠতে দেখা যায় অনেককে। এমন ঘটনা ঘটল বাস্তবে।

সদ্য ভাইরাল হল একটি ভিডিও। যা প্রথম ঝটকায় দেখে আপনি হয়তো ভাববেন, পাহাড় থেকে পড়ে যাচ্ছে একটি ছেলে। পরে বোঝা যাবে, নেহাৎ সোশ্যাল মিডিয়ায় খ্যাতি পেতে এমন কান্ড করলেন যুবক।

Latest Videos

 

 

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে অজস্ত্র অদ্ভুত কর্মকান্ড করে থাকেন অনেকে। করেন সাহসী কাজ করেন অনেকে। এবারও ঘটল এমনটা। পাহাড়ের একাংশ ধরে ঝুলে ভিডিও বানালো যুবক। আর এই করতে গিয়ে নিয়েই পড়েছেন বিপাকে। নীচে ছিল খাদ। কোনও ভাবেই সে উঠতে পারছিল না। তাঁর বন্ধুরা তাঁকে সাহায্য করে। শেষে কয়েকজন বন্ধু নীচ দিয়ে গিয়ে ধরে নামায় তাঁকে। এই ভিডিও শেয়ার করে ব্যবহারকারী লেখেন, পুরো ভিডিওটি দেখুন। ভিডিও পোস্ট করার পর এতে ২২ লক্ষ লাইক এবং ৩ কোটিরও বেশি ভিউ পেয়েছে সে। তেমনই ভরে গিয়েছে কমেন্টে। কেউ প্রশ্ন করেছেন, আদৌ নীচে খাদ আছে কি না? আবার কেউ লিখেছেন, আসল বিষয় বুঝলাম না। আবার কেউ নিন্দা করেছে এই ভিডিও বানানোর জন্য। সব মিলিয়ে মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিও।

 

 

আরও পড়ুন

Side Effects of Bra: ব্রা না পরলেই সুস্থ থাকবে স্তন? জেনে নিন অন্তর্বাসের খারাপ দিকগুলি

World Aids Day 2023: এইডস রোগীদের ইমিউনিটি বাড়াতে ডায়েটে দিতে হবে বিশেষ নজর, জেনে নিন কোন কোন খাবার উপকারী

Share this article
click me!

Latest Videos

অবশেষে খাঁচাবন্দি মৈপিঠের বাঘ, কীভাবে হল এই অসাধ্য সাধন? জানাচ্ছেন ফরেস্ট অফিসার । Sundarban Tiger
Rashifal Today : এই ৫ রাশির সাবধানতা অবলম্বন করা উচিৎ! দেখুন আজকের রাশিফল
PM Modi Live: স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
Saline : ফেরেনি হুশ! মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ স্যালাইন | Malda
Suvendu Adhikari Live : স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে শুভেন্দু, দেখুন সরাসরি