দেওয়াল ঘড়ির আকার ও রং বদলে দিতে পারে আপনার ভাগ্য, জেনে নিন বাস্তুশাস্ত্রের তথ্য

Published : Nov 25, 2025, 10:59 PM IST
vastu tips for clock 03

সংক্ষিপ্ত

বাড়িতে যদি ভুল দিকে দেওয়ালঘড়ি রাখা হয়, তা হলে আমাদের ভাগ্যের উপর সেটির নেগেটিভ প্রভাব পড়ে। তাই বাড়ির জন্য দেওয়ালঘড়ি বেছে নেওয়ার পূর্বে বিশেষ কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

ঘড়ির ব্যবহার খুবই কমন জিনিস ৷ সব বাড়িতেই ঘড়ি ব্যবহার করা হয় ৷ বাস্তুশাস্ত্রে ঘড়ির গুরুত্ব রয়েছে ৷ বাস্তুবিদরা জানান, বাড়ির মানুষের সুখ-দুঃখ এবং শুভ-অশুভ সময়ও এর সঙ্গে জড়িত । আপনি যদি ঘড়িকে শুধুমাত্র সময় দেখার জিনিস হিসাবে গণ্য করেন তাহলে একেবারেই ভুল হবে ৷ কারণ ঘড়ি যদি ঠিকঠাক নিয়ম মেনে না কেনা হয় জীবনে আসতে পারে নানান বিপদের আশঙ্কা ৷ বাস্তুশাস্ত্র অনুসারে জেনে নিন ঘড়ি কেনার ও ব্যবহাররের সঠিক নিয়ম ৷

2025 সালে আপনি যদি বাড়ির জন্য একটি নতুন ঘড়ি কেনেন, তবে ঘড়ির রঙ এবং আকারটিও দেখে নেওয়া প্রয়োজন বলে জানান বাস্তুবিদরা ।ঘড়ির সঠিক দিক, রঙ এবং আকৃতি কেমন হবে তা নির্ভর করে আপনার জীবনের সৌভাগ্যের উপর ।

** বাস্তু অনুসারে ঘড়ি ব্যবহারের সঠিক দিক:

ঘড়ি লাগানোর জন্য পূর্ব দিক আপনার জন্য শুভ হতে পারে ৷ এই দিকে ঘড়ি লাগালে জীবনে সৌভাগ্য ফিরে আসে ৷

আপনি পশ্চিম এবং উত্তর দিকে ঘড়িও রাখতে পারেন । তবে অবশ্যই বাস্তুবিদের মতামত নেওয়া ভালো ৷

ভুল করেও ঘড়ি দক্ষিণ দিকে রাখবেন না এতে জীবনে দুঃখের সময় আসবে ৷ এছাড়াও বাড়ির বারান্দা বা দরজার উপরে ঘড়ি এড়িয়ে চলা ভালো ৷

দেওয়ালে ভুলেও নষ্ট বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি রাখবেন না । এর ফলে দুর্ভাগ্য আপনাকে তাড়া করতে পারে । দেওয়ালে যে ঘড়ি টাঙাবেন কাঁচ যেন ঝাপসা বা ফাটা না হয় ।

বাস্তু অনুসারে, গোলাকার দেওয়াল ঘড়ি সবথেকে শুভ বলে মনে করা হয় । বেডরুমে কখনও পেন্ডুলাম ঘড়ি লাগানো ঠিক নয় ৷

জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হল বাস্তুশাস্ত্র । বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের কোন দিকে কোন জিনিসটা রাখলে পজিটিভ শক্তি সারা বাড়িতে ছড়িয়ে পড়ে তা জানা যায় ।

যে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়, সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে । তাই এটাও জেনে নেওয়া প্রয়োজন ঘড়ি কোন রঙের ব্যবহার করবেন ?

ঘরে কমলা বা গাঢ় সবুজ ঘড়ি রাখলে নেতিবাচক শক্তির সঞ্চালন বাড়ে । তাই কখনওই এই ধরনের ঘড়ি লাগাবেন না ৷ নীল এবং কালো রঙের ঘড়িও বাড়ির জন্য অশুভ বলে মনে করা হয় । বাড়িতে গাঢ় লাল রঙের ঘড়িও এড়িয়ে চলতে হবে । এই রঙের ঘড়ি ব্যবহার করলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে ৷ আপনি যদি উত্তর দেওয়ালে একটি ঘড়ি রাখেন, তাহলে একটি ধাতব ধূসর বা সাদা রঙের ঘড়ি রাখতে পারেন ৷ যা আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আদর্শ ৷ পূর্ব দিকে ঘড়ি রাখলে উডেন কালার ঘড়ি রাখতে পারেন ৷ এতে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব পড়ে ৷ জীবনে সুখ শান্তি বজায় থাকে ৷

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঝাঁ চকচকে অফিসে বসেও কাজ করতে আপনার ইচ্ছা নেই? তাহলে হতে পারে এই কারণগুলি
মদ্যপানেই স্বস্তি ও ফুরফুরে মন, জবাব পাওয়া যেতে পারে মানুষের পূর্বপুরুষের অভ্যেস বিবেচনায়