Watch: গপগপ করে সাবান খাচ্ছেন মহিলা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে সকলেই হতবাক

ভিডিওটি পোস্ট করেছেন কেক আর বিস্কুট প্রস্তুতকারক সুচি দত্ত। তিনি জানিয়েছেন তিনি নিজে ভোজনরসিকদের আনন্দ দিতে চান।

 

গপগপ করে সাবান খাচ্ছেন এক মহিলা। যা দেখে রীতিমত হতবাক নেটিজেনরা। কারণ সাবান কি খাওয়ার জিনিস। এমনই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকে। ইনস্টাগ্রামে এক মহিলার সাবান খাবার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাবান কেটে সেটিন সুগন্দ নিয়ে তারপরই তাতে কামড় বসাতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ক্যাপশান দিয়ে তিনি লিখেছেন, ' আমি সাবান খেতে খুব ভালবাসি'। যা দেখে রীতিমত হতবাক নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় তিনি বেলেছেন, সাবান একটি অতি বস্তুবাদী জিনিস। প্রথমে নেটিজেনরা তাঁকে সাবান খেতে দেখে হতবাক হয়েও তারপর নিজেদের ভুল শুধরে নিয়েছেন। তারাও জানতে পেরে অবাক হয়েছেন কেন মহিলা এমন ভাবে সাবানে কামড় বসিয়েছেন।

Latest Videos

 

 

ভিডিওটি পোস্ট করেছেন কেক আর বিস্কুট প্রস্তুতকারক সুচি দত্ত। তিনি জানিয়েছেন তিনি নিজে ভোজনরসিকদের আনন্দ দিতে চান। সেই কারণে তিনি কেক বিস্কুটের মত বেকারির খাবার তৈরি করেন। তিনি সম্প্রতি এমন একটা কেক তৈরি করেছেন যেটি হুবহু সাবানের মত দেখতে। সেটিতেই তিনি কামড়় বসিয়েছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। নেটিজেনরা প্রথমে অবাক হলেও তাতে রীতিমত সায় দিয়েছে। লোকেরা অদ্ভুত কেকটিকে খুব সৃজনশীল বলে মনে করেছিল৷ মন্তব্য বিভাগে নিয়ে একজন ব্যবহারকারী বলেছেন, "আমি নিজেকে সাবান খাওয়ার কল্পনা করতে পারি না।" এর উত্তরে দত্ত বলেন, "আপনি পারেন... যদি এটি একটি কেক হয়।"

Share this article
click me!

Latest Videos

বারুইপুরে স্পিকারের বিরুদ্ধে শুভেন্দুদের 'মহার‍্যালি', কেন? দেখুন | Suvendu Adhikari | BJP Protest
'গুজবের' জেরে জ্বলল নাগপুর! বিরাট অ্যাকশনে নামল পুলিশ | Nagpur Violence News Update | Maharastra
VIDEO দেখলে অবাক হবেন! পৃথিবীতে সুনীতাদের প্রথম স্বাগত জানাল একদল ডলফিন! | Sunita Williams | Dolphin
Suvendu Adhikari: মিডিয়াতে বাইট দেওয়ার সময় পুলিশি বাঁধা, তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী
বাউল মেলার আড়ালে জুয়ার আসর, নীরব পুলিশ! বীরনগর লালন মেলায় চাঞ্চল্য | Ranaghat | Nadia News