Watch: গপগপ করে সাবান খাচ্ছেন মহিলা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে সকলেই হতবাক

Published : Oct 05, 2023, 07:51 PM IST
watch viral video Woman eating soap What netizens were surprised to see bsm

সংক্ষিপ্ত

ভিডিওটি পোস্ট করেছেন কেক আর বিস্কুট প্রস্তুতকারক সুচি দত্ত। তিনি জানিয়েছেন তিনি নিজে ভোজনরসিকদের আনন্দ দিতে চান। 

গপগপ করে সাবান খাচ্ছেন এক মহিলা। যা দেখে রীতিমত হতবাক নেটিজেনরা। কারণ সাবান কি খাওয়ার জিনিস। এমনই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকে। ইনস্টাগ্রামে এক মহিলার সাবান খাবার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাবান কেটে সেটিন সুগন্দ নিয়ে তারপরই তাতে কামড় বসাতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ক্যাপশান দিয়ে তিনি লিখেছেন, ' আমি সাবান খেতে খুব ভালবাসি'। যা দেখে রীতিমত হতবাক নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় তিনি বেলেছেন, সাবান একটি অতি বস্তুবাদী জিনিস। প্রথমে নেটিজেনরা তাঁকে সাবান খেতে দেখে হতবাক হয়েও তারপর নিজেদের ভুল শুধরে নিয়েছেন। তারাও জানতে পেরে অবাক হয়েছেন কেন মহিলা এমন ভাবে সাবানে কামড় বসিয়েছেন।

 

 

ভিডিওটি পোস্ট করেছেন কেক আর বিস্কুট প্রস্তুতকারক সুচি দত্ত। তিনি জানিয়েছেন তিনি নিজে ভোজনরসিকদের আনন্দ দিতে চান। সেই কারণে তিনি কেক বিস্কুটের মত বেকারির খাবার তৈরি করেন। তিনি সম্প্রতি এমন একটা কেক তৈরি করেছেন যেটি হুবহু সাবানের মত দেখতে। সেটিতেই তিনি কামড়় বসিয়েছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। নেটিজেনরা প্রথমে অবাক হলেও তাতে রীতিমত সায় দিয়েছে। লোকেরা অদ্ভুত কেকটিকে খুব সৃজনশীল বলে মনে করেছিল৷ মন্তব্য বিভাগে নিয়ে একজন ব্যবহারকারী বলেছেন, "আমি নিজেকে সাবান খাওয়ার কল্পনা করতে পারি না।" এর উত্তরে দত্ত বলেন, "আপনি পারেন... যদি এটি একটি কেক হয়।"

PREV
click me!

Recommended Stories

বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা
বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই জন্মায়