ইনস্টাগ্রাম এর মতো হোয়াটসঅ্যাপেও চালু হতে চলেছে ক্লোজ ফ্রেন্ড ফিচার

Published : Sep 03, 2025, 02:03 PM IST
 WhatsApp DP

সংক্ষিপ্ত

ইনস্টাগ্রামের এর মতো হোয়াটসঅ্যাপেও চালু হচ্ছে ক্লোজ ফ্রেন্ড অপশন। জেনে নিন কী আছে এতে। রইল বিস্তারিত।

ইনস্টাগ্রাম এর মত হোয়াটসঅ্যাপে ও চালু হতে চলেছে নতুন নতুন ফিচারস। ফেসবুক বা ইনস্টাগ্রামে আমরা বিভিন্নভাবে কাছের বা দূরের বন্ধু-বান্ধব বানিয়ে থাকি। যাদের সাথে দিনের বিভিন্ন রকম সময় ঘটে থাকা ভালো-মন্দ সবকিছুই আমরা শেয়ার করে থাকি। আমরা সেখানে ক্লোজ ফ্রেন্ড বানাই। ক্লোজ ফ্রেন্ড অপশনে রাখি তাদের। তাই ফেসবুক ইনস্টাগ্রাম এর মত এবার হোয়াটসঅ্যাপেও চালু হতে চলেছে এই নতুন অপশনটি। অর্থাৎ ক্লোজ ফ্রেন্ড অপশন। এক্ষেত্রে খুব সহজে স্ট্যাটাস থেকে এই অপশন ক্লিক করে আপনারা নিজেদের মন মত বন্ধুকে শুধুমাত্র নিজের ভিউয়ার লিস্টে ক্লোজ ফ্রেন্ড হিসেবে রেখে দিতে পারেন।

হোয়াটসঅ্যাপের ব্যবহার ও গুরুত্ব যে প্রতিমুহূর্তে বাড়ছে তা বলাই বাহুল্য। শুধু আড্ডা নয়, অফিসিয়াল বহু কাজ এখন করা হয় এই অ্যাপেই। সেই কারণেই প্রতি নিয়ম অ্যাপটি আপডেট করে চলছে সংস্থা। উদ্দেশ্য একটাই, অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তোলা।

খুব মন খারাপ, কিন্তু বলতে পারছেন না কাউকে। আসলে এমন কিছু অনুভূতি থাকে, যা চাইলেও অনেকে প্রকাশ করেন না সমালোচিত হওয়ার ভয়ে। আবার কেউ কেউ চান, মনখারাপের সময় কেউ হাত বাড়াক। খোঁজ নিক মনের। কিন্তু আপনার মনের হদিশ না পেলে খোঁজ নেবেই বা কী করে? নেটিজেনদের কাছে মনের কথা প্রকাশের একটা সহজ রাস্তা, স্টেটাস আপডেট। কিন্তু সেখানেও সমস্যা, যদি চোখে পড়ে যায় এমন কারও যাকে দেখাতে চান না। এই সমস্যা সমাধানে জুকারবার্গের হোয়াটসঅ্যাপে আসছে নয়া ফিচার ‘ক্লোজ ফ্রেন্ড’। চলুন জেনে নেওয়া যাক ব্যাপারটা ঠিক কী।

ব্যাপারটা ঠিক কী? এতদিন হোয়াটসঅ্যাপে স্টেটাস শেয়ারের ক্ষেত্রে মিলত তিনটি অপশন। ‘মাই কন্ট্যাক্টস’- অর্থাৎ কন্টাক্ট লিস্টে থাকা সকলেই দেখতে পাবেন স্টেটাস। ‘মাই কন্টাক্টস এক্সসেপ্ট’-অর্থাৎ কে কে দেখতে পাবেন না। তৃতীয় অপশন হল ‘অনলি শেয়ার উইথ’-এতে বাছাই করা লোকেরাই দেখতে পায় স্টেটাস। এবার আসছে নয়া আরেক অপশন, ‘ক্লোজ ফ্রেন্ড’। এবার ওই তালিকায় সিলেক্ট করতে পারবেন ঘনিষ্ঠবৃত্তের বন্ধুদের। তাঁদের সিলেক্ট করে যা স্টেটাসে দেবেন, তা শুধুমাত্র বন্ধুরাই দেখতে পাবেন।তবে এক্ষেত্রেও ২৪ ঘণ্টাই দেখা যাবে স্টেটাস।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়
বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা