Womens' Day 2024: নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান আপনার পরিচিত সকল নারীদের, রইল এমনই সেরা শুভেচ্ছার হদিশ

Published : Mar 08, 2024, 01:24 AM IST

এই দিবসটি  নারীর প্রতি সম্মান ও তাদের শ্রদ্ধা জানানো ও বিষয়ে প্রচারের জন্য পালন করা হয়। আসুন আজ শুভেচ্ছা জানাই পরিচিত সেই সকল নারীদের যারা আপনার জীবনের সঙ্গে নানাভাবে জড়িত

PREV
110

নারীরাই পুরুষের শক্তি

নারীরাই ঘরের শোভা

তাঁকে যোগ্য সম্মান দিলেই সংসার সুখের হবে

মহিলা দিবসের আন্তরিক শুভকামনা

210

মহিলারা খেতের ফসলের মতো

ফসল পেঁকে গেলেই তা কেটে ফেলা হয়

মেয়েরাও ঠিক তেমন বড় হলেই তাকে পরের বাড়ি পাঠানো হয়।

মহিলা দিবসের আন্তরিক শুভকামনা

310

জানিন আজও বিশ্বের বহু মানুষ কেন নারীকে দুর্বল বলে? আজও সংসার চালানোর দায়িত্ব নারীর হাতেই। নারী দিবসের শুভেচ্ছা-

410

প্রতিটি বাড়ি, প্রতিটি হৃদয়, প্রতিটি অনুভূতি, আপনাকে ছাড়া সুখের প্রতিটি মুহূর্ত অসম্পূর্ণ,

একমাত্র আপনিই পারেন এই পৃথিবীকে সম্পূর্ণ করতে। নারী দিবসের শুভেচ্ছা।

510

দিনের আলো স্বপ্ন তৈরিতে ব্যয় হয়, রাতের পর রাত কেটে যায় শিশুকে ঘুম পাড়ানোর মধ্যে,

যে বাড়িতে নারী তোমার নামের ফলকও নেই, পুরো জীবনটাই কেটে যায় সেই ঘর সাজাতে।

নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা, তোমায় সেলাম-

610

তাঁদের আবেগ আছে, সেগুলি অনুভব করুন। তাদের যোগ্য সম্মান দিন, তাদের ছাড়া এই জীবন অসম্পূর্ণ। তাঁরাই এই সৃষ্টির উৎস- সকল নারীকে জানাই নারী দিবসের শুভেচ্ছা।

710

সে একজন মা, তার পূজা করুন, সে একজন বোন, তাকে ভালোবাসুন।

সে হল দিদি, তাকে সম্মান করুন, সে একজন স্ত্রী, তাকে সম্মান করুন

নারী একজন শক্তি, তার আরাধনা করুন, প্রতিটি নারীকে, নারী দিবসের শুভেচ্ছা।

810

নারী ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ, নারী ছাড়া সম্মান অসম্পূর্ণ

নারী ছাড়া ঘর অসম্পূর্ণ, নারী ছাড়া পৃথিবী অসম্পূর্ণ।

নারী দিবসের শুভেচ্ছা।

910

নারী সীতা নারী কালী, শুধুমাত্র নারী ভালো জানে

নারীই নরম নারীই কঠিন, এ জগত তাই মানে

নারী ছাড়া এই জগত সংসার, অন্ধকার জনশূণ্য এই পারাবার

নারী দিবসের শুভেচ্ছা।

1010

তোমারে পূজি মোর অন্তর হতে, তুমিই এই জগতের জন্মদাত্রী

তোমায় প্রণাম করি তুমি পালনকারী, তুমি মোর রক্ষাকারী মা

সকল মা-কে নারী দিবসের শুভেচ্ছা

click me!

Recommended Stories