রইল স্বামী বিবেকানন্দের ১০টি বিশেষ বাণী, যা বদলে দিতে পারে আপনার জীবন, দেখে নিন এক ঝলকে

১৮৬৩ সালের ১২ জানুয়ারি মহান মনীষী স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে দেশজুড়ে পালিত হয় তাঁর জন্মদিন। এই বিশেষ দিনের প্রাক্কালে রইল বিবেকানন্দের ১০টি বাণী। দেখে নিন এক ঝলকে।

Sayanita Chakraborty | Published : Jan 6, 2024 10:57 AM / Updated: Jan 06 2024, 05:48 PM IST
110

যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।

210

বিশ্ব একটি ব্যায়ামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি।

310

একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো।

410

যারা তোমায় সাহায্য করেছে, তাঁদের কখনও ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে, তাদের কোনওদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে, তাদের কখনও ঠকিও না।

510

তুমি গীতা পড়ার থেকে ফুটবলের মাধ্যমে স্বার্গের অনেক বেশি কাছাকাথি যেতে পারবে।

610

ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।

710

কোনও বড় কাজই পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি।

810

সারাদিন চলার পথে যদি কোনও সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ।

910

মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে।

1010

নিজের জীবনের ঝুঁকি নিন, যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos