Earning Money: লটারি কেটে কিভাবে সহজে হবেন কোটিপতি? উপায় আছে, শুধু মনে রাখুন এই ফর্মুলা

Published : Jun 05, 2025, 04:24 PM IST

লটারি জেতার জন্য সঠিক ট্রিকস এবং ফর্মুলা অনুসরণ করলে জয়ের সম্ভাবনা বাড়তে পারে। তবে লটারি একটি নেশা হতে পারে এবং পরিবারের জন্য আর্থিক সঙ্কট ডেকে আনতে পারে। মাথা ঠান্ডা রেখে এবং সঠিক পদ্ধতি অনুসরণ করে খেলা উচিত।

PREV
114

এই লটারি কাটার নেশায় বহু পরিবার পথে বসেছে। কিন্তু তাও এই টিকিট কাটা যেন এখ নেশার মতো কাজ করে।

214

সঠিক লটারি ট্রিকস ফলো করে টিকিট কাটলেই যে কোটিপতি হবেন তাও কিন্তু নয়, তবে হওয়ার সম্ভাবনা কিছুটা বেড়ে যায়। সাবধানে খেলাই হবে বুদ্ধিমানের কাজ তাই লোভ করে সঞ্চয়ে হাত দিয়ে লটারি কাটা কোনও বুদ্ধিমানের মতো কাজ নয়।

314

সঠিক লটারি ট্রিকস ফলো করে টিকিট কাটলেই যে কোটিপতি হবেন তাও কিন্তু নয়, তবে হওয়ার সম্ভাবনা কিছুটা বেড়ে যায়। 

414

সাবধানে খেলাই হবে বুদ্ধিমানের কাজ তাই লোভ করে সঞ্চয়ে হাত দিয়ে লটারি কাটা কোনও বুদ্ধিমানের মতো কাজ নয়।

514

অনেকেই মনে করেন শটকার্টে ধনী হওয়ার একমাত্র পথ হলো লটারি খেলা। 

614

তবে মনে রাখতে হবে মাথা ঠান্ডা রেখে সঠিক লটারি কাটার ফর্মুলা ও পদ্ধতি অনুসরণ করে টিকিট কাটলে তবেই হবে লক্ষ্যভেদ। নয়তো এই লটারি কাটার নেশায় বহু পরিবার পথে বসেছে।

714

লটারি কাটার ফর্মুলা

কিছু মানুষ নেশার বশীভূত হয়ে লোভ করে প্রতিদিন না জেনেও টিকিট কিনতে থাকে। এতে আদৌ কোন লাভ হয় না। 

814

এতে বরং পারিবারিক জীবনে আর্থিক সঙ্কট নেমে আসে। আবার মনকেও শক্ত রাখতে হবে কারণ এক বারেই বড়ো অংকের টাকা লাভ হবে এমনটাও নয়। তাই এবার এক নজরে দেখে নিন লটারি কাটার ফর্মুলা ও সঠিক কিছু ট্রিকসঃ

914

লটারি কাটার ফর্মুলা-

আগের দিনের খেলার জেতা নম্বর গুলি বাদ দিয়ে টিকিট ক্রয় করুন, এবং এক মাস আগে যে সিরিজের নম্বর গুলি জয়ী নম্বর ছিলো সেই সিরিজ ফলো করে টিকিট কাটুন। এটি কিন্তু একটি বিশেষ পদ্ধতি হিসেবে প্রচলিত।

1014

শুধু ১ নয়, মাঝে মাঝে ৬,৭ ও ৯ সিরিজের টিকিট গুলিতেও খেলা হয়েছে তাই টিকিট কাটার সময় এটাও মাথায় রাখতে হবে।

1114

আমাদের প্রত্যেকেরই কোনও পছন্দের বা লাকি নম্বর থাকে সেটিও প্রয়োগ করতেই পারেন।

1214

১ নং থেকে যে লটারির সিরিজ শুরু হয়েছে সেই টিকিটেই জয় হয়েছে বেশি। তাই এই ভেবেই টিকিট সংগ্রহ করুন।

1314

কখনও কখনও আবার মনের কথা শুনেও হতে পারে কেল্লাফতে। তাই টিকিট কাটার আগে বা সেই সময়ে যে সিরিজের নম্বর বারংবার মাথায় আসছে সেই টিকিট টিও একরার কেটে দেখতেই পারেন।

1414

আর যারা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী। এক্ষেত্রে আপনার জন্মবার ও তারিখের প্রথম নম্বর ধরে টিকিট কাটা কিন্তু হতে পারে লটারি জেতার একটি মূলমন্ত্র।
 

দ্রষ্টব্য- এই ধরনের ফাটকা আয়ের বিষয়ে এই প্রতিবেদন কেবলমাত্র তথ্য প্রদান মাত্র। এই ধরনের কাজ কে এশিয়ানেট বাংলা কোনও উৎসাহ দেয় না।

Read more Photos on
click me!

Recommended Stories