অফবিট সিকিম, ঘোরার তালিকাতে এবার রাখুন আরিতার

  • শীতের মরশুমে ঘুরে আসুন আরিতার
  • মনোরম পরিবেশে সকলের নজর কাড়বে এই অঞ্চল 
  • কম খরচে দুরাত্রীর জন্য বেছে নিন সিকিমের এই অঞ্চল
  • অন্যান্য জায়গার সঙ্গে তালিকা রাখতেই পারেন েই শান্ত নিরিবিলি এলাকাটিকে

সিকিম শহর মানেই অনেকে ভেবে থাকেন গ্যাংটক, নাথুলা, জুলুক পেলিং প্রভৃতি। কিন্তু আসা যাওয়ার মাঝে পছে পড়ে কত চেনা অচেনা ছোট খাটো গ্রাম। যেখানে দিয়ে ঝড়ের বেগে গাড়ি চলে যায়। নেমেও দেখা হয়ে ওঠে না অধিকাংশ। এমনই একটি ছোট এলাকা হল আরিতার। অনবদ্য এই এলাকাতে কাটিয়ে নেওয়াই যায় দুই রাত্রী। 

কী দেখবেনঃ এই জায়গাতে দেখার মত রয়েছে অনেক কিছুই। কিছুটা গেলেই পাহাড়ের কোলে চোখে পড়ে এক বিস্তির্ণ এলাকা জুড়ে কৃত্রিম লেক। যার চারপাশ জুড়ে রয়েছে পাইন বন। এখানেই বোর্টিং করা যাবে, বেশ কিছুটা সময় পাহাড়ের কোলে একাই কাটিয়ে নেওয়া যাবে। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি মনাস্ট্রি। 

Latest Videos

কীভাবে যাবেনঃ রেলপথে কিংবা বিমান পথে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি কিংবা বাগডোগরা। সেখান থেকেই গাড়ি বুক করে নিয়ে যাওয়া যেতে পারে আরিতার। নয়তো দার্জিলিং, সিকিম ট্রিপের সঙ্গেই হাতে রাখতে পারেন দুটি দিন। প্রকৃতির মনোরম পরিবেশে কাটিয়ে আসাই যায় কয়েকদিন। 

কোথায় থাকবেনঃ এই জায়গা এখনও পর্যন্ত তেমন একটা প্রচলিত না হলেও বেশ কয়েকটি সুন্দর হোটেল এখানে দেখতে পাওয়া যায়। কম খরচে নতুন হোটেল গুলিতে অনায়াসে দুরাত্রী যাপন করতে পারেন। 

খরচ কতঃ এই জায়গাতে ঘুরতে গেলে মাথা পিছু খরচ হবে সাত হাজার টাকা। যদি তার সঙ্গে সিল্ক রুট কিংবা জুলুক যোগ করে নেওয়া যায়, সেক্ষেত্রে খরচ বাড়তে পারে। এখানে খাবারও খুব ভালো। সঙ্গে পরিচয় পত্র রাখা প্রয়োজনীয়। 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
চার হাজার ভোটে হেরে গিয়েও MLA সুকান্ত পাল! বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল নেতার
Basanti News: আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত প্রাপকরাই! TMC-র বিরুদ্ধে কাটমানির অভিযোগ BJP-র | Canning
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata
Kolkata-র বুকে ফের বহুতল বিপর্যয়! Tangra-এ হেলে পড়লো আস্ত ৬ তলা বিল্ডিং, আতঙ্কে গোটা এলাকা | Kolkata