বয়ঃসন্ধিতেই নেশায় আসক্তের কারণ কী! আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসক সমীক হাজরা

কিশোরীদের মধ্যে যে সমস্ত প্রলোভন কাজ করে তার মধ্যে সবথেকে মারাত্মক হলো নেশার দ্রব্যের প্রতি আসক্তি। দেখা গিয়েছে বয়ঃসন্ধিকালে নেশার প্রতি আসক্তি তৈরি হলে পরবর্তীকালে তা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল।

কিশোরীদের মধ্যে যে সমস্ত প্রলোভন কাজ করে তার মধ্যে সবথেকে মারাত্মক হলো নেশার দ্রব্যের প্রতি আসক্তি। দেখা গিয়েছে বয়ঃসন্ধিকালে নেশার প্রতি আসক্তি তৈরি হলে পরবর্তীকালে তা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। নেশার প্রবণতা এই বয়সে এতটাই বেড়ে যায় যে, মাদক থেকে রেহাই পেতে নেশা মুক্ত কেন্দ্রের আশ্রয় নিতে হয় পরিবারকে। দেখা গিয়েছে বয়ঃসন্ধিকালে নেশার প্রতি আসক্তি তৈরি হলে পরবর্তীকালে তা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। সব থেকে আগে এক্ষেত্রে আসবে তামাকজাত পদার্থের কথা। তারপর সুরা এবং তার পর অন্যান্য সাইকোট্রপিক সাবস্টেন্স যাদের এক কথায় ড্রাগস বলা হয়। আসক্তির সূত্রপাত প্রায় সব ক্ষেত্রেই হয় নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করার মধ্যে দিয়ে বা কোনও আইডল কে দেখে।

09:25বয়ঃসন্ধিতেই নেশায় আসক্তের কারণ কী! আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসক সমীক হাজরা02:02বাচ্চার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধিতে মেনে চলুন এই পদ্ধতি03:16ছয় বছর বয়সেই গানে ভূবন ভরাচ্ছে তানি-মুনি, একান্ত সাক্ষাৎকারে দুই ক্ষুদে প্রতিভা01:24বাচ্চাদের খাবার খাওয়াতে হিমশিম, জানুন ৫ উপায়ে স্বাস্থ্যবর্ধক খাবার খাওয়ানোর সুরাহা