চন্দ্রগ্রহণের সময় গর্ভাবতী মহিলারা সবধান! কী করবেন আর করবেন না - রইল তালিকা

Published : Sep 06, 2025, 03:39 PM IST
chandra grahan september 2025 timings india

সংক্ষিপ্ত

Chandra graham 2025: আসন্ন চন্দ্র গ্রহণ, যে কোনও মানুষের স্বাস্থ্য় ও মনের ওপর প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করেন। 

চন্দ্রগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা। একই সরলরেখায় চাঁদ, সূর্য আর পৃথিবী অবস্থান করলে গ্রহণ করে। যখন চাঁদ আর পৃথিবীর মধ্য়ে সূর্য আসে, সূর্য চাঁদকে ঢেকে ফেলে তখনই হয় চন্দ্রগ্রহণ। চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে ৭ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার। ওই দিনেই চাঁদ কুম্ভরাশিতে গোচর হবে।

আসন্ন চন্দ্র গ্রহণ, যে কোনও মানুষের স্বাস্থ্য় ও মনের ওপর প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করেন। চন্দ্রগ্রহণের সময় গর্ভাবতী মহিলাদের খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হয়। এই সময় গর্ভাবতী মহিলা ও তাদের সন্তানের ভালোর জন্য কিছু নিয়ম রয়েছে। যেগুলি মেনে চলতে হবে।

চন্দ্রগ্রহণের সময় গর্ভাবতী মহিলারা করবে আর করবেন রইল তারই তালিকা

  • গ্রহণের সময় গর্ভাবতী মহিলারা সূর্য ও চন্দ্রের গ্রহণের থেকে দূরে থাকবেন। তাতে তাদের নিজেদের ও ভাবী সন্তানের স্বাস্থ্য় ভাল হবে। গ্রহণের সময় খোলা আকাশের নিচে না থাকাই শ্রেয়।
  • গ্রহণের সময় মহিলাদের ঘরের মধ্য থাকতে হয়। প্রাচীন বিশ্বাস এসে সন্তান সুস্বাস্থ্যের অধিকারী হয়।
  • গ্রহণের সময় কিছু খাবার খাবেন না। গ্রহণের আগে তৈরি খাবারও মুখে দেবেন না।
  • গ্রহণের সময় গর্ভাবতী মহিলারা কোনও কাজ করবেন না। চুপচাপ একজায়গা স্থির হয়ে বসে থাকুন বা বিশ্রাম করুন।
  • গ্রহণের পর অবশ্যই স্নান করতে হবে। তা যদি সম্ভব না হয় তাহলে গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করুন।
  • গর্ভাবতী মহিলাদের গ্রহণের সময় কোনও ধারালো জিনিস স্পর্শ করতে নেই।
  • গ্রহণের সময় গর্ভাবতী মহিলাদের ঘুমনো উচিৎ নয়। তাতে সন্তানের ক্ষতি হয়।
  • গ্রহণের সময় গর্ভাবতী মহিলাদের এমন মন্ত্র জপ করতে হবে যা তাদের মনকে শান্ত করে।
  • গ্রহণের সময় গর্ভাবতী মহিলারা রামচরিত মানস, ভগবতগীতা, শিব চালিশা, সুন্দরকারণ্ড, হনুমান চাল্লিশা-র মত বই পড়তে পারেন।

হিন্দু ধর্ম অনুসারে গ্রহণের সময় গর্ভাবতী মহিলা ও তাদের সন্তানদের ব্যাপক সাবধানতা অবলম্বন করে চলতে হয়। চন্দ্রগ্রহণ সরাসরি চাঁদের সঙ্গে সম্পর্কিত। এটি মায়েদের প্রতিনিধিত্ব করে। তাই অন্য়দের তুলনায় মায়েদের সতর্ক হতে হব। যদিও এটির কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শিশুদের স্মৃতিশক্তি বাড়াতে পারে এমন সাতটি সুপারফুড
শীতকালে বেশিরভাগ শিশুই গা থেকে কম্বল সরিয়ে দেয়, কিন্তু কেন জানেন কি?