ছোট বাচ্চা থেকে স্কুলে যাওয়া বাচ্চারা পর্যন্ত সবাই, এবিসিডি লেখার জন্য হোক বা ছবি আঁকার জন্য হোক, দেওয়ালকেই ব্যবহার করে। তাই ছোট বাচ্চাদের ঘরের দেওয়াল রঙিন পেন, পেন্সিল, স্কেচের দাগে ভরে থাকে। মাঝে মাঝে কাদার দাগ, পায়ের ধুলোর দাগও দেওয়ালে লেগে থাকে। এর ফলে দেওয়াল নোংরা হয়ে যায়।