গরমে বেশি করে জল পান করেন, সাবধান, জেনে নিন জল পানের সঠিক নিয়ম

  • অতিরিক্ত জল পানের কুফল
  • কখন জল পান করা উচিৎ
  • ওজন বুঝে জল পান করুন

Jayita Chandra | Published : May 8, 2019 6:23 AM IST

অনেকেই গরমের দিনে বলে থাকেন বেশি করে জল পান করা উচিৎ। নিশ্চয়ই তা সঠিক কথা, কিন্তু পরিমাণ মাফিক জল পান, আর অতিরিক্ত জল পানের মধ্যে ফারাক বিস্তর। সঠিক সময়ে জল পান করা একান্ত প্রয়োজন। একজন প্রাপ্ত বয়ষ্ক মানুষের তিন থেকে সাড়ে তিন লিটার জল পান করা উচিৎ। কিন্তু মাথায় রাখতে হবে দিনে বিভিন্ন সময় আমরা যে তরল পানীয়গুলো পান করে থাকি, তাও কিন্তু জলের কাজ করে।

অতিরিক্ত জল পানের কুফল কিঃ

মাথায় রাখুন জল পানের সঠিক নিয়মঃ 

Share this article
click me!