প্রতিদিন ঘুম থেকে উঠে প্রাণায়াম করুন, মিলবে সুফল ম্যাজিকের মতন

Published : Aug 01, 2019, 04:55 PM IST
প্রতিদিন ঘুম থেকে উঠে প্রাণায়াম করুন, মিলবে সুফল ম্যাজিকের মতন

সংক্ষিপ্ত

প্রতিদিন সকালে উঠে প্রাণায়াম অভ্যাস করুন এতে শরীরের অনেক অসুখ কমে যাবে রূপচর্চায় প্রাণায়াম মোক্ষম দাওয়াইয়ের মতন কাজ করে শ্বাশ কষ্টের সমস্যা থাকলে প্রাণায়াম করুন

শরীর সুস্থ রাখার জন্য প্রাণায়াম করার কথা অনেকেই বলে থাকেন। কিন্তু কেন করা উচিত, তা না জানার ফলে অনেকেই এড়িয়ে যান। কিন্তু এই প্রাণায়াম করলে কেবল শরীর সুস্থই থাকে না, বরং সঙ্গে শরীরের অনেক অসুখ থেকেই মুক্তি ঘটে। প্রতিদিন তাই ঘুম থেকে উঠে বেশকিছুটা সময় শরীরের দিকে নজর দিন। নিজের জন্য কিঠুটা সময় রেখে প্রাণায়াম করলে মিলবে শরীরের কী কী উপকার জেনে নিন।

আরও পড়ুনঃ সন্তান হওয়ার পর ক্রমেই বাড়ছে ওজন! সাতটি টিপসে ফিরে পান আগের চেহারা
১) প্রাণায়াম করলে মস্তিষ্ক অনেকটা সহজ বোধ করে। কাজের চাপ থেকে দুশ্চিন্তা সবই কমাতে সাহায্য করে প্রাণায়াম। তাই সঠিক নিয়মে দিনের শুরুতে অন্তত ২০ মিনিট প্রাণায়াম করুন।
২) মনোসংযোগ বাড়াতে সাহায্য করে। তাই সব বয়সেই প্রাণায়ম করা উচিত। এতে কোনও নির্দিষ্ট কাজ মন দিয়ে করা সম্ভব। কাজের ইচ্ছেও জাগে।
৩) প্রাণায়াম করলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়। শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ ভালো থাকে। ফলে প্রাণায়াম করলে অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায়।
৪) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ত্বককের সৌন্দর্য ধরে রাখতে ও নিজেকে সুন্দর করে তুলতে প্রাণায়াম করা একান্ত প্রয়োজন। তা থেকে পাওয়া যায় নিদাগ ত্বক। জেল্লাও বৃদ্ধি পায়।
৫) কারুর শ্বাসকষ্ট থাকলে তাদের জন্য প্রাণায়াম মোক্ষম দাওয়াইয়ের মতন কাজ করে। কারণ প্রাণায়ামের ফলে ফুসফুসের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায়। এতে ফুসফুসের ভিতরে থাকা বায়ু সম্পূর্ণরুপে খালি হয়ে যায়। যার ফলে শরীর অনেক বেশি তরতাজা থাকে। 

PREV
click me!

Recommended Stories

Republic Day 2026: কেন দেশের প্রজাতন্ত্র দিবস পালনের জন্য ২৬ জানুয়ারি দিনটি বেছে নেওয়া হয়েছিল?
ত্বকের যত্নে নিমের ৭টি আশ্চর্যজনক উপকারিতা কী?