সুখী দাম্পত্য চান? এই বিষয়গুলি বন্ধুবৃত্তে ফাঁস করবেন না কখনও, জানুন এক ঝলকে

Published : Aug 13, 2025, 02:24 PM IST
Couple

সংক্ষিপ্ত

সুখী দাম্পত্য এবার মুখে বলেই হয় না, তার জন্য দরকার নিজেদের মধ্যে বিশ্বাস, বোঝাপড়া এবং সম্পর্কের সীমা তৈরী করা। সম্পর্কের ব্যক্তিগত বিষয় তৃতীয় কোন ব্যক্তির থেকে গোপন রাখা। 

Healthy Relationship Tips: একটা সুস্থ, মজবুত ও সুখী দাম্পত্য চাইলে সবার আগে দরকার সম্পর্কে বিশ্বাস রাখা। তাই বলে কি ঝগড়া বা মতের অমিল হবে না? হবে, তা সত্ত্বেও দরকার নিজেদের মধ্যে বোঝাপড়া এবং সম্পর্কের সীমা তৈরী করা।

অনেকেই আছেন যারা সম্পর্কে মনোমালিন্য বা ঝগড়া হলো কিনা, বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে সেই কথা আলোচনা করতে বসেন। কিন্তু দাম্পত্যের সম্পর্কে ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে, তৃতীয় কারোকে সম্পর্কের ভেতরের কথা বলার সীমাবদ্ধতা। চলুন আজ জেনে নেওয়া যাক, স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঠিক কোন বিষয় গুলো ভুলেও কাউকে জানানো উচিত নয়।

১। সঙ্গীর ভুল ত্রুটির সমালোচবা নয়

প্রত্যেক মানুষের মধ্যেই ভুল ত্রুটি থাকে। একজিন সঙ্গী হিসেবে তার সেগুলি জেনে, বুঝে, তার পাশে থাকাই সম্পর্কের সৌন্দর্য। অথচ সঙ্গীর এই ভুল ত্রুটি, দুর্বলতাগুলো শুধরে না দিয়ে, বরং সেই কথা অন্য কারোর সাথে সমালোচনা করলে তা সঙ্গীর সম্মানে আঘাত হানতে পারে। এমনকি সম্পর্কে চিরস্থায়ী ছাপও ফেলতে পারে। তার মন ও বিশ্বাস ভেঙে যেতে পারে আপনার ওপর থেকে।

২। দাম্পত্য কলহ স্বাভাবিক

দাম্পত্যের সম্পর্কে ভালোবাসা থাকবে অথচ কলহ থাকবে না, তা হতে পারেনা। দুটি মানুষের মধ্যে সবসময় মতের মিল হওয়া অসম্ভব, তাই বলে ঝগড়া হলেই তার কথা তৃতীয় কোন ব্যক্তিকে জানাতে হবে, এমনটা ভুলেও করবেন না। নাহলে আপনাদের সম্পর্কের পরিস্থিতির কথা জেনে অন্য কেউ ফাঁদ পাততে পারে। কিছুক্ষণ পর হয়তো আপনাদের ঝামেলা ঠিক হয়ে যাবে তবে আপনার সঙ্গীর বিষয়ে বলা কথাগুলো তৃতীয় ব্যক্তির মনে থেকে যাবে সারা জীবন। এর থেকেই ভুল ধারণা তৈরি হতে পারে।

৩। সঙ্গীর ক্যারিয়ার নিয়ে আলোচনা নয়

প্রত্যেকটি মানুষেরই কেরিয়ার এবং অর্থ গুরুত্বপূর্ণ বিষয়। নিজের হোক বা সঙ্গীর ক্যারিয়ার বা অর্থ সম্পর্কে কোন তথ্যই অন্য কোন ব্যক্তিকে জানানো বা তা নিয়ে সমালোচনা করা উচিত নয়। এতে সঙ্গীর বিশ্বাসভঙ্গ হতে পারে, হিংসার জন্ম দিতে পারে।

৪। দাম্পত্যের ব্যক্তিগত মুহূর্ত বাইরে আলোচনা নয়

বেডরুমের ভেতর স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে কোন রকম আলোচনা বা সমালোচনাই তৃতীয় ব্যক্তির কাছে প্রকাশ করা কখনোই কাঙ্খিত এবং শোভনীয় নয়। এমনকি মজার ছলে বন্ধু মহলেও প্রকাশ নয়। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখতে কিছু জিনিস ব্যক্তিগতই ভালো।

৫। সঙ্গীর ভাগ করে নেওয়া আবেগের মর্যাদা রাখুন

সঙ্গী নিজের ব্যক্তিগত আবেগ, পছন্দ অপছন্দ সবই নিজের ভেবে আপনার সাথে ভাগ করে নেন। একটা দাম্পত্যের সম্পর্কে এতোটুকু বিশ্বাস থাকাই স্বাভাবিক। তবে এই কথাগুলো নিয়ে তৃতীয় কোন ব্যক্তির সাথে আলোচনা সঙ্গীর প্রতি অন্যায় করা হয়। নিরাপত্তা অভাব দেখা দিতে পারে। এমন সম্পর্ক ভঙ্গুর হয়ে পড়ে খুব তাড়াতাড়ি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পুরুষের বিয়ের বয়স ২১ হলেও লিভ-ইন করা যাবে ১৮ থেকে, বড় পর্যবেক্ষণ রাজস্থান হাইকোর্টের
ব্রেকআপের পর ঠিক কী কী করণীয়? এই কাজগুলি পুরোনো প্রেম ভুলিয়ে দেবে