
Jamai Sasthi 2025: কথায় আছে, ‘বাঙালির বারো মাসে তেরো পার্বণ (jamai sasthi 2025 bengali date)।’ আর বাংলা ক্যালোন্ডরের দ্বিতীয় মাসে, সেই বড় পার্বণটি পুরোটাই যেন জামাইদের ঘিরে (jamai sasthi 2025)।
কারণ, সামনেই আসছে জামাইষষ্ঠী। আর এই বিশেষদিনে ভূরিভোজ তো আছেই। শাশুড়িরা নানারকমের রান্না করে খাওয়ান জামাইদের। আর জামাইরা উপহার নিয়ে যান শাশুড়ির জন্য।
কিন্তু এদিন শাশুড়িকে জামাই কী ধরনের উপহার দিচ্ছেন, তা নিয়ে অনেকে আবার বিশ্লেষণও করে থাকেন। একটা সময় ছিল, যখন শাশুড়ি মানেই আটপৌরে বিষয়। কিন্তু এটা ২০২৫, তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছুতেই বদল এসেছে গেছে। আর সেইভাবেই বদলে গেছে শাশুড়ি মায়েদের পছন্দও।
আপনার শাশুড়ির ঠিক কী ধরনের শাড়ি পছন্দ, সেই বিষয়ে আপনার স্ত্রী ভালো পরামর্শ দিতে পারবে। এমনিতে এই গরমে হালকা সুতির শাড়ির অনেকরকম ভ্যারাইটি বাজারে এসেছে। সেইগুলোও কিনতে পারেন এবং উপহার দিতে পারেন শাশুড়িকে।
অনেকে আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অবসর সময়ে বাগানের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসেন। তাই বাগানের জন্য নতুন গাছ কিংবা গাছের পরিচর্যা করার বিভিন্ন সামগ্রীও উপহার হিসেবে দিতে পারেন।
কিন্তু এখন তো শাশুড়িরা যথেষ্ট আধুনিক। তাই শাড়ির বদলে শাশুড়িকে তাঁর পছন্দের জুতোও উপহার দিতে পারেন। তবে অবশ্যই পছন্দসই হতে হবে। তাই সেক্ষেত্রে শাশুড়িমার জন্য কিনতে পারেন বিশেষ ধরনের স্নিকার্স।
বর্তমান সময়ে শাশুড়ি মায়েরা ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন সিরিজ দেখেন আবার নানা অ্যাপ্লিকেশনে গান শোনেন এবং সিরিয়াল দেখেন। তাই তাদের সেই অবসর সময় চুটিয়ে উপভোগ করার জন্য জামাইষষ্ঠীতে ব্লু-টুথ হেডফোন কিংবা বাডস উপহার দিতে পারেন।
আবার অনেক শাশুড়িমা আছেন, যারা অবসর সময়ে রান্না করতে ভালোবাসেন। সেক্ষেত্রে উপহার হিসাবে দিতে পারেন এয়ার ফ্রায়ার। কারণ, বয়সের জেরে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিলে অনেকরকমের খাওয়াদাওয়াকে বাদের খাতায় পাঠাতে হয়। তাই অল্প তেলে সুস্বাদু রান্না করার জন্য এয়ার ফ্রায়ারের কোনও বিকল্প নেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।