স্বামী-সন্তান থাকলেও কেন এখন সোলো ট্রিপে আগ্রহী হয়ে পড়ছেন মহিলারা?
বর্তমান সময়ে মহিলারা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন। আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পাশাপাশি মানসিকভাবেও ভালো থাকার চেষ্টা করছেন মহিলারা। তাঁরা একা বেড়াতেও যাচ্ছেন।
বিয়ে, সন্তানের জন্মের পরেও মহিলারা এখন একা বেড়াতে যাচ্ছেন, তাঁরা নিজেদের মতো করে বাঁচতে চাইছেন
এখন আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন মহিলারা। তাঁরা নিজেদের মতো করে জীবন বেছে নিচ্ছেন। বিয়ে, সন্তানের জন্মের পরেও মহিলারা নিজেদের মতো করে বাঁচতে চাইছেন।
স্বামী-সন্তানকে ছাড়াই দিব্যি বেড়াতে যাচ্ছেন মহিলারা, তাঁরা অপরাধবোধে ভুগছেন না
শহর হোক বা গ্রাম, এখন মহিলাদের জীবন বদলে গিয়েছে। তাঁরা একা বেড়াতে যাচ্ছেন, বাইরে খেতে যাচ্ছেন, সিনেমা দেখতে যাচ্ছেন। স্বামী-সন্তানকে ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন মহিলারা।
রিলেশনশিপ এক্সপার্টদের মতে, মহিলারা যদি নিজেদের পছন্দমতো বাঁচার সুযোগ পান, তাহলে সবরকমভাবে ভালো থাকতে পারেন
রিলেশনশিপ এক্সপার্টরা বলছেন, মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য সোলো ট্রিপের চেয়ে ভালো কিছু হয় না। মহিলারা যা করতে ভালোবাসেন, সেটা করলে তাঁরা মানসিকভাবে ভালো থাকেন।
কাউন্সেলিং সাইকোলজিস্টরা বলছেন, সোলো ট্রিপের মাধ্যমে মানসিক উন্নতি হয়
কাউন্সেলিং সাইকোলজিস্টদের মতে, সোলো ট্রিপে গেলে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, জীবনের লক্ষ্য, জীবনদর্শন সম্পর্কে বোঝা যায়। সোলো ট্রিপের মাধ্যমে স্বাধীনতা, স্বশাসনের অনুভূতিও পাওয়া যায়।
সোলো ট্রিপের মাধ্যমে মানসিক স্বাস্থ্য, কাজকর্ম-সহ সবদিক থেকেই উন্নতি হয়, মত রিলেশনশিপ এক্সপার্টদের
রিলেশনশিপ এক্সপার্টদের মতে, ‘সোলো ট্রিপের মাধ্যমে ব্যক্তিত্বের উন্নতি হয়। এর ফলে ব্যক্তিগত সম্পর্কেরও উন্নতি হয়।’
সোলো ট্রিপের মাধ্যমে আত্ম-নির্ভরতা যেমন বাড়ে, তেমনই মহিলারা শক্তিশালীও হয়ে ওঠেন
রিলেশনশিপ এক্সপার্টরা বলছেন, ‘মহিলারা সোলো ট্রিপে গেলে স্বাধীনতার অনুভূতি পাওয়া যায়, আত্ম-নির্ভরতা পাওয়া যায়, নিজেদের শক্তিশালী মনে করেন।’
মহিলারা সোলো ট্রিপে যাওয়ার অর্থ এই নয় যে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে
রিলেশনশিপ এক্সপার্টরা বলছেন, সোলো ট্রিপের অর্থ এমন নয় যে পরিবারের সবার সঙ্গে সম্পর্ক ভালো নয়। বরং পরস্পরের প্রতি ভরসা, আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা থাকলে তবেই সোলো ট্রিপে যাওয়া যায়। তাতে সম্পর্ক মজবুত হয়।
সন্তানকে বাড়িতে রেখে সোলো ট্রিপে যাওয়া কি একজন মহিলার পক্ষে ভালো?
ভারতীয় সংস্কার অনুযায়ী, সন্তানকে বাড়িতে রেখে একজন মহিলার একা বেড়াতে যাওয়া এখনও অনেকের কাছেই আপত্তিজনক। তবে কোনও মহিলা যদি সন্তানকে বাড়িতে রেখে একা বেড়াতে যান, তাহলে ফিরে এসে পরিবারের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারেন। একা বেড়াতে গেলে দায়িত্ববোধ বেড়ে যায়।