'বিয়ে করবে? না হলে অন্য পথ দেখব,' এভাবে হুঁশিয়ারি দেওয়া কি সম্পর্কের পক্ষে ভালো?

প্রেমের সম্পর্কে অনেক সময়ই জটিলতা তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের বাড়ি থেকে বিয়ের জন্য চাপ আসে। সেই সময় মেয়েটি প্রেমিককে সে কথা বলে। প্রেমিক যদি বিয়ের জন্য তৈরি না থাকে, তাহলে সমস্যা বাড়ে।

Soumya Gangully | Published : Dec 6, 2024 4:03 PM / Updated: Dec 06 2024, 05:16 PM IST
19
প্রেমের সম্পর্ক বিয়েতে গড়াবে, এই আশা বেশিরভাগ তরুণ-তরুণীই করেন, তবে সবসময় তা হয় না

প্রেমের সম্পর্কে জড়ালেই যে বিয়ে হবে, সবসময় এমন হয় না। তবে সম্পর্ক শুরু হলে বেশিরভাগ সময়ই বিয়ের আশা করেন তরুণ-তরুণীরা। সংশ্লিষ্ট ছেলে বা মেয়ে বিয়ে হবে বলে ধরে নিয়েই সম্পর্কে এগোয়।

29
কিছুদিন সম্পর্ক গড়ানোর পরেই ছেলে বা মেয়ে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে

বেশিরভাগ পুরুষ-মহিলার মনেই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। এই কারণে সম্পর্কে জড়ানোর পর সঙ্গী বা সঙ্গিনীকে বিয়ের প্রস্তাব দেন তরুণ বা তরুণী। এরপরেই জটিলতা তৈরি হয়।

39
'বিয়ে না করলে সম্পর্ক শেষ,' অনেক সময়ই এই হুঁশিয়ারি দেন প্রেমিক বা প্রেমিকা

বিয়ের কথা তুললে অনেক সময়ই প্রেমিক বা প্রেমিকা বলেন, 'কিছুদিন সময় দাও,' 'প্রতিশ্রুতি দিচ্ছি, নিশ্চয়ই বিয়ে করব,' 'ভাবার জন্য একটু সময় দাও'। কিছুদিন এভাবে চলার পর প্রেমিক বা প্রেমিকা বলেন, ‘বিয়ে করো, না হলে সম্পর্ক শেষ।’

49
প্রেমিক বা প্রেমিকা বিয়ের জন্য চরম হুঁশিয়ারি দেওয়ার পর কি সম্পর্কে জটিলতা বেড়ে যায়?

একটা সময়ের পর সব প্রেমিক বা প্রেমিকাই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান। বিয়ের কথা উঠলে সঙ্গী বা সঙ্গিনী যদি বেঁকে বসেন, তাহলে সেখানেই সম্পর্ক শেষ হয়ে যেতে পারে।

59
শুধু ভারতেই নয়, অন্যান্য দেশেও প্রেমিক-প্রেমিকা তাঁদের সম্পর্ক বিয়েতে পরিণত করতে চান

সমীক্ষা বলছে, ভারতের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রেও অনেক সময়ই প্রেমিক বা প্রেমিকা বিয়ের জন্য চাপ দেন।

69
প্রেমিক বা প্রেমিকাকে বিয়ের জন্য চরম হুঁশিয়ারি দিলে কি ফল ভালো হয়?

রিলেশনশিপ এক্সপার্টদের মতে, বিয়ের জন্য প্রেমিক বা প্রেমিকাকে চরম হুঁশিয়ারি দেওয়ার ফল সবসময় ভালো হয় না। অনেক সময়ই সম্পর্ক শেষ হয়ে যায়। আবার অনেক সময় চাপে পড়ে প্রেমিক বা প্রেমিকা বিয়েতে রাজি হয়ে যায়।

79
প্রেমিক বা প্রেমিকার উপর ভরসা না থাকলেই বিয়ের জন্য চাপ দেওয়া হয়, মত বিশেষজ্ঞদের

রিলেশনশিপ এক্সপার্টদের মতে, বিয়ে করার ইচ্ছা থাকলে সম্পর্কের শুরু থেকেই সে কথা স্পষ্ট করে দেয় প্রেমিক-প্রেমিকা। বিয়ে করবে কি না, এ বিষয়ে সন্দেহ থাকলে তবেই স্পষ্ট কথা জানতে চায় প্রেমিক বা প্রেমিকা।

89
বিয়ের জন্য চাপ দিলে অনেক সময়ই সুস্থ-স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, মত বিশেষজ্ঞদের

রিলেশনশিপ এক্সপার্টদের মতে, বিয়ের জন্য চাপ দেওয়ার পর যদি প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ায়, সেই সম্পর্ক সবসময় ভালো থাকে না। চাপে পড়ে বিয়ে করা সবসময় সুখকর হয় না।

99
সম্পর্কের বিষয়ে তৃতীয় কারও কথা না শুনে নিজেদের মধ্যে আলোচনা করাই সবচেয়ে ভালো

কারও সম্পর্কের মধ্যে নাক গলাতে নারাজ এশিয়ানেট নিউজ বাংলা। প্রেমিক বা প্রেমিকাই নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নিলে সবচেয়ে ভালো হয়। প্রয়োজনে প্রিয়জন বা বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া যেতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos