শুধু কি ভালোবাসাই চান নারীরা? নারীদের সঙ্গীর কাছে না বলা প্রত্যাশাগুলি জানুন

Published : Aug 21, 2025, 04:06 PM IST
Love Horoscope

সংক্ষিপ্ত

নারীরা তাদের পুরুষ সঙ্গীর কাছে শুধু ভালোবাসাই নয়, সম্মান, সময় এবং বন্ধুত্বও প্রত্যাশা করেন। তারা চান সঙ্গী তাদের মনের কথা বুঝে নেবেন এবং সম্পর্কে মর্যাদা ও সময় দেবেন। একটি সুন্দর সম্পর্কের জন্য পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্ব অপরিহার্য।

শুধু ভালোবাসাই নয়, আরও অনেক কিছুই প্রত্যাশা করেন নারীরা তার পুরুষ সঙ্গীর কাছ থেকে। কিন্তু মনের কথা ব্যক্ত করতে যেন ভীষণ জ্বর। কথায় আছে, "বুক ফাটে তবু মুখ ফোটে না" - অর্থাৎ হাজারও কষ্ট হলেও মনের গভীরে লুকিয়ে থাকা কথা প্রকাশ হবে না। বরং কাছের মানুষ তার মনের কথা বুঝে নেবেন এটাই আশা করেন মহিলারা।

কিন্তু গন্ডগোলটা সেখানেই। পুরুষরা যুদ্ধ লড়ে, রাজনীতি করে, চাঁদে পারি দেয় - অথচ নারীর মন বুঝতে ঘাম ঝরে এক সা। ভালোবাসা ছাড়াও আপনার কাছ থেকে আপনার সঙ্গিনী বা প্রেমিকা মুখে না বললেও, ঠিক কী চান - সে বিষয়ে সামান্য সাহায্য পেতে পারেন এই প্রতিবেদনে। রইলো বিশদ।

১। সম্পর্কে সম্মান

সম্পর্ক টিকিয়ে রাখতে একে অপরকে সম্মান করাটা জরুরি। একজন নারীও তাই চায়, যে সঙ্গী তার চিন্তাভাবনা, মতামত ও সিদ্ধান্তকে সম্মান জানাবে। আর সম্পর্কে ভালোবাসা থাকলে পারস্পরিক সম্মান এমনিই থাকবে, আলাদা করে চাইতে হবে না।

বিশেষ করে স্বাধীনচেতা ও আত্মনির্ভরশীল নারীদের ক্ষেত্রে দামি উপহার পাওয়ার থেকেও সম্পর্কে মর্যাদা ও সম্মান পাওয়াটা বেশি দামি। ছোটবেলায় মা-বাবার থেকে পাওয়া উপহারের মতোই সঙ্গীর থেকে পাওয়া মর্যাদা তারা ভালোবাসে তুলে রাখে।

২। সময়

আজকাল ব্যস্ত জীবনে সময় বের করা সত্যিই চাপের। তাই বলে সম্পর্কের জন্যও সময় বের না করতে পারলে একঘেয়েমি ও দূরত্ব তৈরী হতে পারে। নারীরা চান দিনের শেষে কিছুটা সময় হলেও সঙ্গীর সাথে একান্তে কাটাতে। তারা আশা করেন, শত ব্যস্ততার মাঝেও সঙ্গী তার জন্য এতটুকু সময় তুলে রাখবেন, যেখানে অফিসের কল, মিটিং বা কোনো তাড়াহুড়ো থাকবে না। ওই সময়টাই নিজেদের মধ্যে বোঝাপড়া ও সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য দরকার। এটা আপনি কাজে ব্যস্ত থাকলেও তার পাশে আছেন, এই অনুভূতি হবে।

৩। বন্ধুত্ব

প্রত্যেকটি মানুষেরই এমন একজনকে দরকার, যার সাথে নির্দ্বিধায় সমস্ত কথা বলা যায়। একটা সম্পর্কেও একজন নারী একই জিনিসটা চায় তার পুরুষ সঙ্গীর কাছ থেকে। সম্পর্কে বিশ্বাস, ভরসা এবং স্বচ্ছতা সম্পর্কে বন্ধুত্বকে আরও দৃঢ় করে। সম্পর্কে শুরুর সেই হানিমুন ফেজ কেটে গেলেও শেষ পর্যন্ত একসাথে চলার পথে বন্ধুত্বটাই টিকে থাকে। নিজের কথা, অনুভূতি, ভয়, স্বপ্ন, দুঃখ, প্রেম, ভালোবাসা ভাগ করে নিতে সম্পর্কে বন্ধুত্বই আশা করেন একজন নারী। সারাংশ পুরুষ সঙ্গী তার মন পড়ে বুঝে নেবে - এমনটাই আশা করেন নারীরা। ভালোবাসা ছাড়াও আপনার কাছ থেকে আপনার সঙ্গিনী বা প্রেমিকা মুখে না বললেও, ঠিক কী চান - সে বিষয়ে সামান্য সাহায্য পেতে পারেন এশিয়ানেটের পাতায়।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পরিবার, বিবাহ শারীরিক তৃপ্তির উপায় নয়, Live In সম্পর্ক থেকে সন্তানের সংখ্য়া নিয়ে খোলাখুলি মোহন ভাগবত
শুক্র নীতি: কোন ৪টি বিষয়ে সঙ্গীর সঙ্গে লজ্জা পাবেন না? মন খুলে কথা বলুন