Marriage Luck: আপনার বিয়ের ভাগ্য ঠিক কেমন জানেন? উত্তর দিয়ে দেবে আপনার জন্ম তারিখ

Published : Mar 31, 2025, 04:57 PM ISTUpdated : Mar 31, 2025, 06:16 PM IST

Marriage Luck: অনেকেই প্রেম করে বিয়ে করেন। অনেকে আবার দেখাশোনা করেও মালাবদল করে থাকেন। কিন্তু আপনার জন্ম তারিখেই লুকিয়ে আছে অনেক তথ্য। 

PREV
110
জন্ম তারিখই বলে দিতে পারে, আপনার বিয়ের ভাগ্য ঠিক কেমন?

আসুন, বিষয়টা একটু দেখে নেওয়া যাক। 

210
কোন তারিখে (DOB) জন্মালে বিয়ের কী যোগ রয়েছে?

জেনে নিন বিশদে। 

310
যাদের জন্ম ১,১০,১৯ এবং ২৮ তারিখে

তারা খানিকটা লাজুক প্রকৃতির হয়ে থাকে। তাই প্রেম করে বিয়ে হওয়ার সম্ভাবনা কম (marriage luck astrology)।

410
যাদের জন্ম ২,১১,২০ এবং ২৯ তারিখে

তাদের ক্ষেত্রে অধিপতি সূর্য। তাই অনেক ভেবেচিন্তে তারা প্রেমের সম্পর্কে পা বাড়ান। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে প্রেম করেই বিয়ের সম্ভাবনা প্রবল। 

510
যাদের জন্ম ৩,১২ এবং ৩০ তারিখে

তারা প্রচণ্ড বুদ্ধিমান হন এবং ভালোবেসেই বিয়ে করে থাকেন (marriage horoscope by date of birth)। 

610
যাদের জন্ম ৪,১৩, ২২ এবং ৩১ তারিখে

অধিপতি আবার রাহু। তারা আবার একটি প্রেমে সিরিয়াস থাকতে পারেন না। মানে একাধিক প্রেমের সম্পর্কে আসক্ত হয়ে পড়তে পারেন। তবে প্রেম করেই বিয়ে করেন এই সমস্ত মানুষরা। কিন্তু বিয়ের পরেও এদিক ওদিক মন চলে যেতে পারে। 

710
যাদের জন্ম ৫,১৪ এবং ২৩ তারিখে

সাধারণত তারা মা-বাবার পছন্দ করে দেওয়া মানুষকেই বিয়ে করেন। তবে হ্যাঁ, প্রেম করেও বিয়ে করে থাকতে পারেন তারা। এক্ষেত্রে পরিবারের তরফ থেকেও সম্মতি মেলে।

810
যাদের জন্ম ৬,১৫ এবং ২৪ তারিখে

অধিপতি শুক্র। এদের জীবনে একাধিক প্রেম আসে। তার মধ্যে একজনকে বাছাই করে বিয়ে করে ফেলেন। 

910
যাদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে

খুবই লাজুক হন তারা। প্রেম সেইভাবে করেন না। আর করলেও অনেকক্ষেত্রেই বিয়ে অবধি বিষয়টা যায় না। আবার কিছুক্ষেত্রে যায়ও। কিন্তু সে প্রেম করে হোক কিংবা দেখাশোনা করে, যেভাবেই বিয়ে হোক না কেন, তারা মন দিয়ে ভালোবাসেন। 

1010
যাদের জন্ম ৮,১৬ এবং ২৬ তারিখে

তাদের প্রেমে আবার অনীহা আছে। তবে একবার সম্পর্কে জড়িয়ে গেলে বিষয়টা বিয়ে অবধি গড়িয়ে যায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories