মুখের স্বাদে এই খাবার খেলেই কমবে কামের আসক্তি, ভুল করেও মুখে তুলবেন না

সেরেটোনিন ও মেলাটোনিন হরমোনে সমস্যায় যৌন চাহিদা প্রায় তলানিতে গিয়ে ঠেকে। তার উপর আবার তেলেভাজার কু-প্রভাব। সব মিলিয়ে মহিলা-পুরুষের যৌন জীবনে নেমে আসে বিপর্যয়।

যৌনতা এমনই একটা জিনিস যা নিয়ে অনেকেরই ভিন্ন রকমের ফ্যান্টাসি রয়েছে। একেকজন একেক রকমভাবে যৌনতাকে উপভোগ করে। ঘরবন্দি দশায় প্রত্যেকেই অনেক বেশি পরিমাণে যৌন মিলনে মেতে উঠেছেন দম্পতিরা। তেলেভাজা খেতে যতটা মুচমুচে হয়, ঠিক ততটাই কুপ্রভাব পড়ে যৌন মিলনে। এর পিছনে অনেক কারণ রয়েছে। এমনিতেই সেরেটোনিন ও মেলাটোনিন হরমোনে সমস্যায় যৌন চাহিদা প্রায় তলানিতে গিয়ে ঠেকে। তার উপর আবার তেলেভাজার কু-প্রভাব। সব মিলিয়ে মহিলা-পুরুষের যৌন জীবনে নেমে আসে বিপর্যয়।

তেলের গুণমান যত ভালই হোক না কেন, আগুনের তাপে তা ফ্যাটি আসিডে পরিণত হয়। যা সহজপাচ্য তো নয়ই, বরং গ্যাস, অ্যাসিডিটির মতো পেটের সমস্যা দানা বাঁধে। প্রতিদিন তেলেভাজা খেলে উচ্চ রক্তচাপ, হার্টের অসুখের আশঙ্কা অনেকগুণ বাড়ে। এছাড়াও তেলেভাজার এই কুপ্রভাব কম-বেশি সকলের জানা। কিন্তু যৌন জীবনে তেলেভাজার ক্ষতিকর দিক সম্পর্কে অনেকেরই কোনও ধারণা নেই। তেলেভাজার ট্রান্স-ফ্যাট পুরুষ শরীরে টেস্টোস্টেরনের ক্ষরণ কমায়, যার ফলে পুরুষের কামসক্তি ক্রমশ কমতে থাকে। যদিও এই ট্রান্স-ফ্যাটি অ্যাসিড স্পার্ম কাউন্টের মাত্রা অধিক ভাবে বাড়িয়ে দেয়। যা আখেরে যৌন জীবনে বিপরীত প্রভাব বিস্তার করে।

Latest Videos

 

 

সুস্থতার চাবিকাঠি ভালবাসার সম্পর্ক। আর সম্পর্কের গাঢ় বন্ধন মানেই যৌন মিলন। অত্যাধিক কাজের চাপ, মানসিক টেনশনে থেকে স্ট্রেসের কারণে সম্পর্কে ছেদ ঘটছে অনেকেরেই। আর দীর্ঘদিন বাদে একে অপরের সঙ্গে যৌন মিলনে আবদ্ধ হলেই সেই সম্পর্কে যেন একটা দুরত্ব চলে আসে। বর্তমান যুগে বিবাহবিচ্ছেদ যেন কোনও বড় ব্যাপারই নয়। ডিজিটাল যুগে সম্পর্কও যেন খুব সহজেই উষ্ণতা হারাচ্ছে। এমন অনেকেই আছেন সম্পর্কের যৌনতা বজায় রাখতে পারছেন না। চিকিৎসকরা জানিয়েছেন, অত্যধিক তেলেভাজা খেলে ওজনও হুহু করে বাড়তে থাকে। যা পরোক্ষ ভাবে যৌন জীবনে বাধা হয়ে দাঁড়ায়। এবং সেই ফ্যাটি অ্যাসিড রক্তবাহে জমা হতে থাকায় বিভিন্ন অঙ্গে রক্ত সংবহন কম হয়। ফলে সেই সমস্ত অঙ্গে রক্ত ও রক্তের মাধ্যমে পুষ্টি ও অক্সিজেন কম পরিমাণে পৌঁছায়। ঠিক উল্টো দিকে সেই সব অঙ্গ থেকে বিপাকজাত বর্জও রক্তের মাধ্যমে দেহ থেকে অপসারিত হতে পারে না। যার কারণে শিথিল হয়ে পড়ে মহিলা ও পুরুষের যৌনাঙ্গ। এর প্রভাব পড়ে মিলনের অন্তিম মুহূর্তে। তেলেভাজা বেশি খেতে নিষেধ করলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন, খাবারের মশলার স্বাদ যৌন জীবনকে সুস্বাদু করে তোলে।

Share this article
click me!

Latest Videos

ফের বড়সড় অভিযানে ইডি! একাধিক ঠিকানায় একযোগে ইডির হানা! দেখুন | ED Raid Today
‘পুলিশ না থাকলে তৃণমূলকে কেউ ভয় পেতো না’ মমতাকে ঝাঁঝালো আক্রমণ সুকান্তর! দেখুন কী বললেন | Sukanta M
‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
'আমি কিছু করিনি, আমায় ফাঁসিয়েছে বিনীত গোয়েল' চিৎকার সঞ্জয় রায়ের | Sanjay Roy | RG Kar Case
‘পশ্চিমবঙ্গের হিন্দুদের ক্ষমতা এবার দেখবে তৃণমূল’ তৃণমূলকে হুঙ্কার শুভেন্দুর! | Suvendu Adhikari