Relationship tips:স্বামী বা স্ত্রীর এই অভ্যাসগুলি দাম্পত্যে ফাটল তৈরি করে, ডেকে আনতে পারে বিবাহবিচ্ছেদ

Published : Jan 06, 2024, 11:21 PM IST
divorce

সংক্ষিপ্ত

স্বামীর কতগুলি অভ্যাস বিবাহবিচ্ছেদের দিকে নিয়ে যেতে পারে। তাই পুরুষমানুষদের বিয়ের আগে বা পরে কতগুলি অভ্যাস পরিবর্তন করা খুবই জরুরি। 

যে কোনও সম্পর্কে বিচ্ছেদ বড়ই মর্মান্তিক। আর বিয়ে ভাঙলে তা শুধুমাত্র দুই জনের কষ্ট-দুঃখের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তবে বিবাহ বিচ্ছেদের জন্য স্বামীর মত স্ত্রীও একইভাবে দায়ী থাকে। কিন্তু স্বামীর কতগুলি অভ্যাস বিবাহবিচ্ছেদের দিকে নিয়ে যেতে পারে। তাই পুরুষমানুষদের বিয়ের আগে বা পরে কতগুলি অভ্যাস পরিবর্তন করা খুবই জরুরি।

১. ভালবাসা ও ঘনিষ্টতা

জার্নাল অব ম্যারিটাল থেরাপির গবেষণা অনুযায়ী বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ হল শারীরিক সম্পর্কের অভাব। স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার উচিৎ কারণে বা অকারণে একে অপরের ঘনিষ্ট হওয়া। সঙ্গীর শারীরিক চাহিদাকে গুরুত্ব দেওয়া সর্বদা জরুরি।

২. সম্মান করা

একে অপরকে সম্মান করা অত্যান্ত জরুরি। কারণ সম্মান না থাকলে কোনও সম্পর্কই টেকে না। অপমান সম্পর্কে ফাটল তৈরি করতে পারে।

৩. নীরবতা

যে কোনও সম্পর্কেই কথা বলা জরুরি। আর সেই কারণে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর উচিৎ কথাবার্তা বলা। প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলা খুব ভাল। তাতে দূরত্ব দূর হয়।

৪. বিবাহ বহির্ভূত সম্পর্ক

স্বামী বা স্ত্রীর যদি বিবাহবহির্ভূত সম্পর্ক থাকে তাকে বৈবাহিক সম্পর্ক ভেঙে যেতে পারে।

৫. সীমাবদ্ধতা

স্বামী বা স্ত্রীর কখনই সম্পর্কে গণ্ডি টানা উচিৎ নয়। সীমাবদ্ধতা যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই ক্ষতিকর। কারণ এতে দমবন্ধ করার মত পরিস্থিতি তৈরি হয়।

৬. প্রত্যাশা

স্বামী বা স্ত্রীর একে অপরের কাছ থেকে প্রচুর কিছু প্রত্যাশা করা ঠিক নয়। চাহিদা যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই ক্ষতিকর হয়। এটি সম্পর্ক ভাঙতে বাধ্য করে।

PREV
click me!

Recommended Stories

ব্রেকআপের পরে কী করবেন, এই কাজগুলো করলে পুরোনো প্রেম ভুলে যাবেন
পুরুষের বিয়ের বয়স ২১ হলেও লিভ-ইন করা যাবে ১৮ থেকে, বড় পর্যবেক্ষণ রাজস্থান হাইকোর্টের