বিয়ের আগে মানসিক প্রস্তুতির গুরুত্ব! নতুন সম্পর্কগুলো তৈরি হওয়ার আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নিন

Published : Jul 09, 2025, 01:26 AM IST

বিয়ে হল দুটি মানুষের মধ্যে পবিত্র বন্ধন, যা জন্ম জন্মান্তরের। বিভিন্ন সংস্কৃতিতে বিবাহের সংজ্ঞা ভিন্ন হলেও, এটি দুজনের মধ্যে সম্পর্ক ও সামাজিক স্বীকৃতির রীতি। বিয়ের আগে মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ, বিশেষ করে নতুন পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।

PREV
110

বিয়ে হল একটি সামাজিক বন্ধন যাতে দুটি মানুষ পরস্পর পরস্পরের প্রতি দায়বদ্ধ থাকে। 

210

বৈশাখ মাস সাধারণত প্রচুর বিয়ের তারিখ থাকে। তবে বর্তমান পরিস্থিতির ফলে বহু বিয়ের তারিখ পিছিয়ে গিয়েছে। 

310

ফলে হাতে কিছুটা সময় পেয়েছেন নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করার জন্য। বিয়ে একটি অত্যন্ত পবিত্র বন্ধন। মনে করা হয় দুটি মানুষের এই বন্ধন জন্ম জন্মান্তরের।

410

বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণ ভাবে বিবাহ এমন একটি রীতি যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে সম্পর্ক ও সামাজিক স্বীকৃতি লাভ করে। 

510

উচ্চবর্ণীয় হিন্দু সমাজের বিবাহে প্রধানত দুইটি আচারগত বিভাগ লক্ষিত হয়। যথা, বৈদিক ও লৌকিক। লৌকিক আচারগুলি "স্ত্রী আচার" নামে পরিচিত।

610

বিয়ে মানে গোটা একটা পরিবারের সঙ্গে আপনার নতুন সম্পর্ক তৈরি। তাই নতুন সম্পর্কগুলো তৈরি হওয়ার আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নিন।

710

নিজের বাবা-মা বদলে সম্পূর্ণ অপিরিচিত দুটি মানুষকে বাবা বা মা বলে ডাক শুরু করাটা ওতটাও সহজ নয়। এর জন্য নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করে নিন।

810

এই সময়কে কাজে লাগিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনার মাধ্যমে জেনে নিন পরিবারের সদস্যদের খুঁটিনাটি। 

910

জেনে নিনি তাদের পছন্দ ও অপছন্দের তালিকাগুলি। প্রত্যেকটি পরিবারের ভিন্ন ভিন্ন নিয়ম ও মূল্যবোধ থাকে, তাই নিজের নিয়ম চাপিয়ে না দিয়ে আগে তঁদের নিয়মে নিজেকে মানিয়ে নেওয়ার মানসিকতা রাখতে হবে। 

1010

সব সময় মনে রাখতে হবে আপনি অন্যের মূল্যবোধকে গুরুত্ব দিলে তবেই নিজে গুরুত্ব পাবেন।

Read more Photos on
click me!

Recommended Stories