এই ৮ অভ্যাসের কারণে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে, সতর্ক থাকুন

অগ্রহায়ণ মাসের শুরু থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিয়ের মরসুম। লক্ষ লক্ষ পুরুষ-মহিলা সারাজীবন একসঙ্গে থাকার শপথ গ্রহণ করছেন। কিন্তু বিবাহিত জীবনে যাতে সমস্যা না হয়, তার জন্য সব দম্পতিরই কিছু অভ্যাসে বদল আনা দরকার।

Soumya Gangully | Published : Dec 4, 2024 4:52 PM
19
বিয়ের আগের বিশেষ কিছু অভ্যাস দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে

বিয়ের আগে পুরুষ ও মহিলাদের জীবন যেমন থাকে, বিয়ের পর ঠিক সেরকম থাকে না। বিয়ের আগের কিছু অভ্যাস বদল করা দরকার। না হলে সমস্যা হত পারে।

29
বিয়ের পর মতান্তর হলেও নবদম্পতির মধ্যে যেন কখনও বাক্যালাপ বন্ধ না হয়

বিয়ের পর যে কোনও বিষয় নিয়েই নবদম্পতির মধ্যে মতান্তর, ঝগড়া হতেই পারে। কিন্তু তা বলে কথা বলা বন্ধ করলে চলবে না। সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে।

39
বিয়ের পর স্বামী বা স্ত্রীকে কখনও প্রকাশ্যে বা একান্তে কখনও উপেক্ষা করা উচিত নয়

স্বামী বা স্ত্রীকে কখনও অবহেলা, উপেক্ষা করা উচিত নয়। তাহলে সঙ্গী বা সঙ্গিনী মনে করতে পারেন, তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এর ফলে দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে।

49
বিয়ের পর স্বামী বা স্ত্রীকে কখনও মিথ্যা বলা, প্রতারণা করা উচিত নয়

স্বামী বা স্ত্রীকে কখনও কোনও বিষয়ে মিথ্যা বলা, ঠকানো, প্রতারণা করা উচিত নয়। সেক্ষেত্রে পরস্পরের মধ্যে বিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে।

59
বারবার প্রকাশ্যে বা একান্তে স্বামী বা স্ত্রীর সমালোচনা করা উচিত নয়

সব বিষয়ে স্বামী বা স্ত্রীকে দোষারোপ করলে, ভুল ধরলে, সমালোচনা করলে পরস্পরের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে।

69
বিয়ের পর স্বামী বা স্ত্রীর উপর খুব বেশি অধিকার ফলাতে গেলেও সমস্যা হতে পারে

প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে নিজস্ব সময়, আবেগ, পরিসর থাকে। সেক্ষেত্রে হস্তক্ষেপ করলেও দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে।

79
বিয়ের পর সঙ্গী বা সঙ্গিনীর প্রতি হিংসা, সন্দেহ একেবারেই ভালো লক্ষণ নয়

স্বামী বা স্ত্রীর প্রতি হিংসা, অহেতুক সন্দেহ দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে। এ বিষয়ে প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত।

89
বিয়ের পর নতুন জীবন শুরু করলে অতীতের ঘটনা নিয়ে বেশি নাড়াঘাঁটা করা উচিত নয়

বিয়ের আগে প্রত্যেকের জীবনেই এমন কোনও ঘটনা ঘটে থাকতে পারে, যা পরবর্তী জীবনে প্রভাব ফেলতে পারে। তবে অতীতের ঘটনা নিয়ে স্বামী বা স্ত্রীকে খোঁচা দেওয়া উচিত নয়। সেক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে।

99
বিয়ের পর ব্যস্ততার মাঝে একে অপরের সঙ্গে একান্তে সময় কাটানো অত্যন্ত জরুরি

স্বামী-স্ত্রীর একান্তে সময় কাটানো, পরস্পরের কথা শোনা, কোনও সমস্যা থাকলে মিটিয়ে নেওয়া জরুরি। তাতে দাম্পত্য জীবন ভালো থাকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos