অল্পেতেই রান্নাঘরে তেল চিটচিট করছে, জেনে নিন পরিষ্কার করার সহজ টিপস

তেল সব কিছুকেই যেন বড় ফিকে করে দেয়। নতুন রান্নাঘর কয়েকদিন যাওয়ার পরই তেল ধরে যায় চারপাশে। সব জায়গাই কেমন যেন চিটচিট করতে শুরু করে। যা অনেকেরই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। 

Asianet News Bangla | Published : Sep 4, 2021 3:40 PM IST / Updated: Sep 04 2021, 09:14 PM IST

রান্নাঘর পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই জায়গা পরিষ্কার না রাখলে পরিবারের সদস্যদের পেট খারাপ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়া প্রায় সব মেয়ের কাছেই রান্নাঘর খুবই প্রিয় একটি জায়গা। মনের মতো করে রান্নাঘর সাজান অনেকেই। এখন মডিউলার কিচেনের মাধ্যমেও রান্নাঘর সাজানো যায়। প্রতিটা জিনিস থাকে যথা স্থানে। তবে তেল সব কিছুকেই যেন বড় ফিকে করে দেয়। নতুন রান্নাঘর কয়েকদিন যাওয়ার পরই তেল ধরে যায় চারপাশে। সব জায়গাই কেমন যেন চিটচিট করতে শুরু করে। যা অনেকেরই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই চিটচিটে ভাব দূর করতে মেনে চলুন কয়েকটি টিপস। 

Share this article
click me!