Bhai Phota 2021: ভাইফোঁটার শুভক্ষণে জানান শুভেচ্ছা, দেখে নিন কী কী শুভেচ্ছা বার্তা দিতে পারেন

ভাইকো চন্দনের ফোঁটা দিয়ে, শঙ্খ বাজিয়ে, আরতি করে মন্ত্র পড়ে এই অনুষ্ঠান (Occation) পালন করা হয়।এই অনুষ্ঠান পালিত হয় সারা দেশে। আজ এই বিশেষ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা। জেনে নিন শুভেচ্ছা বার্তায় কী লিখবেন। 

বছরের এই দিনটা বড় স্পেশ্যাল (Special) । ভাই বা দাদার দীর্ঘায়ুর জন্য বোনেরা ফোঁটা দেয়। ভাইকো চন্দনের ফোঁটা দিয়ে, শঙ্খ বাজিয়ে, আরতি করে মন্ত্র পড়ে এই অনুষ্ঠান (Occation) পালন করা হয়। এই রীতি ঘিরে ভাই-বোনের মধ্যে আনন্দের সীমা নেই। এদিন ভাইফোঁটা উপলক্ষে এক জায়গায় মিলিত হয় সকলে। কার্তিক মাসের (Kartik Month) শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে ভাইফোঁটা উদযাপিত হয় সারা দেশ জুড়ে। এই অনুষ্ঠানে মিষ্টি (Sweet) যেমন অপরিহার্য তেমনই গুরুত্বপূর্ণ হল উপহার দেওয়া। বাঙালিদের আরও একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। ভাই হোক বা দাদা, দিদি হোক বা বোন, উভয়ের মধ্যে উপহার (Gift) দেওয়ারা রীতি আছে। জেনে নিন এবার আপনি আপনার ভাই বা দাদা কিংবা বোনকে কী উপহার দেবেন। উৎসবটি দীপাবলির দু'দিন পরে উদযাপিত হয়। এই অনুষ্ঠান কোথাও ভাউ ভেজ নামেও পালিত হয়। এই দিনটির সাথে সম্পর্কিত একাধিক গল্প রয়েছে। যার মধ্যে দুটি উল্লেখযোগ্য। একটি ভগবান কৃষ্ণ (Krishna) এবং তাঁর বোন সুভদ্রাকে (Subhadra) নিয়ে। আর অন্যটি ভগবান যমরাজ (Jamraj) এবং তাঁর বোন যমুনাকে (Yamuna) নিয়ে। এদিন বোনেরা ভাইয়ের কপালে ‘তিলক’ লাগিয়ে তার দীর্ঘ ও সুখী জীবনের জন্য প্রার্থনা করে টিকা অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।  আজ রইল কিছু শুভেচ্ছা বার্তা। যা এই বিশেষ দিনে পাঠাতে পারেন। 

আরও পড়ুন: Astrology Tips: জ্যোতিষ মতে শক্ত করুন স্বামী-স্ত্রীর বন্ধন, দাম্পত্য জীবনে সুখ পেতে জ্যোতিষ টোটকা মেনে চলুন

Latest Videos

সকলের উদ্দেশ্যে লিখতে পারেন, 'শুভ ভাইফোঁটা (Happy Bhai phota) জানাই সকল ভাই ও বোনদের। ভগবান এই ভাইবোনের সম্পর্ক মজবুত (strong) করুক।' বোনের উদ্দেশ্যে লিখতে পারেন, 'শুভ ভাইফোঁটা (Happy Bhai phota)। ভগবান (god) সুখ আর আনন্দে ভরিয়ে দিক তোমার জীবন। আমার মিষ্টি (sweet) বোনের জন্য রইল অনেক ভালোবাসা।' অথবা লিখুন, 'সকল ভাই ও বোনদেরকে ভাইফোঁটার জন্য অনেক শুভেচ্ছা। ঈশ্বর সকলকে সুখ, শান্তি এবং প্রচুর ভালোবাসা দিক।' 

আরও পড়ুন: Relationship Tips : লিভ-ইন থেকে গোপন সঙ্গমে আসক্ত হয়ে পড়ছে জেনওয়াই, কী বলছেন বিশেষজ্ঞরা

লিখতে পারেন, 'ভাইফোঁটা উপলক্ষে, আশীর্বাদ এবং ভালোবাসা জানাই। এই ভাই-বোনের সম্পর্ক শক্তিশালী এবং গভীর হয়ে উঠুক। ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা রইল।' 'ভাইফোঁটা উপলক্ষ্যে উষ্ণ শুভেচ্ছা জানাই। এই দিনে জীবনে স্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করি।' 'এই বিশেষ দিনে আপনার দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি। জানাই ভাইফোঁটার শুভেচ্ছা জানাই। আপনার জীবনের প্রতিটি দিন আনন্দ এবং উদযাপনে পূর্ণ হোক।'

Share this article
click me!

Latest Videos

ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
মুম্বইতে বেলডাঙা ইস্যু তুলে মমতার সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু, দেখুন | Suvendu Adhikari
বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
'মমতার জন্যই রোহিঙ্গারা বাংলা দিয়ে ঢুকে সারা ভারতে ছড়িয়ে পড়েছে' বিস্ফোরক দাবী Suvendu Adhikari-র
মুম্বাই সফরে শুভেন্দু অধিকারী! পুজো করলেন সিদ্ধি বিনায়ক মন্দিরে, দেখুন সেই ভিডিও | Suvendu Adhikari