আজ বিশ্ব ব্রেন টিউমর ডে! মাথা যন্ত্রণা থেকে কথায় জড়তা, ৮ লক্ষণ জেনে সাবধানে থাকুন

  • ক্য়ানসার এমনই একটি রোগ, যা যত তাড়াতাড়ি ধরা পড়বে তত সেরে ওঠার সম্ভাবনা বাড়বে।
  • কিন্তু ব্রেন ক্যানসার এমন একটি রোগ যা সহজে ধরা পড়ে না।
  • আর যখন ধরা পড়ে, তখন অনেকটা সময়ই পেরিয়ে যায়।
  • তাই বিশ্ব ব্রেন টিউম ডে-তে জেনে নিন কোন লক্ষণগুলি দেখে সাবধান হবেন
swaralipi dasgupta | Published : Jun 8, 2019 3:20 PM IST

আজ ওয়ার্ল্ড ব্রেন টিউমর ডে। ব্রেন টিউমর বা ব্রেন ক্যানসার এমনই একটি রোগ, যার নাম শুনলে পায়ের তলা থেকে মাটি সরে যায়। 

এই মারণ রোগের কবলে পড়লেও অনেক সময়ে বোঝা যায় না। ক্য়ানসার এমনই একটি রোগ, যা যত তাড়াতাড়ি ধরা পড়বে তত সেরে ওঠার সম্ভাবনা বাড়বে। কিন্তু ব্রেন ক্যানসার এমন একটি রোগ যা সহজে ধরা পড়ে না। আর যখন ধরা পড়ে, তখন অনেকটা সময়ই পেরিয়ে যায়। তাই বিশ্ব ব্রেন টিউম ডে-তে জেনে নিন কোন লক্ষণগুলি দেখে সাবধান হবেন- 

Latest Videos

১) প্রবল মাথা যন্ত্রণায় কষ্ট পাওয়া। বিশেষ করে ভোরের দিকে এই ধরনের মাথা যন্ত্রণার শিকার হতে হয়। 

২) যাঁদের মৃগী থাকে তাঁদের খুব সতর্ক থারা উচিত। এঁদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। 

৩) হঠাৎ হঠাৎ বমি হওয়া বা বমি ভাব দেখা দিলে  সাবধান হোন। 

৪) কথা জড়িয়ে যাওয়া বা ঠিকমতো কথা বলতে না পারাও একটি লক্ষণ। 

৫) চলাফেরায় জড়তা চলে আসলে অবশ্যই সাবধান হোন। ব্রেন ক্যানসারের অন্যতম লক্ষণ এটি। 

৬) প্রায়ই যদি জ্বর আসে তাহলেও  বুঝবেন শরীরে বড় কিছু বাসা বাঁধছে। 

৭) মাঝেই মাঝেই জানা জিনিস পত্র ভুলে যাচ্ছেন। পরিচিতদের নাম ভুলে যাচ্ছেন। তা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। 

৮) চোখ ঠিক থাকতেও মাঝে মাঝে কিছু ঝাপসা দেখলেও চিকিৎসকের পরামর্শ নিন। 

সাধারণত মাথা যন্ত্রণা হলে সকলেই ধরে নেয়, সাইনাস, মাইগ্রেন-এর সমস্যা। কিন্তু সব সময়ে এমনটা হয় না। তবে সব ব্রেন টিউমরকেই আবার ক্যানসার বলা যায় না। যে ব্রেন টিউমরগুলি ম্যালিগন্যান্ট হয়, সেগুলিকেই ক্যানসার বলা যায়। কিন্তু যেগুলি ম্যালিগন্যান্ট নয়, সেগুলিকে অপারেশনের মাধ্যমে বের করে সুস্থ হওয়া সম্ভব। 
 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন