দাঁতের শিরশিরানির ফলে সমস্যা! মেনে চলুন কয়েকটি নিয়ম, মিলবে সহজে সমাধান

  • দাঁতের শিরশিরানি থেকে নিস্তার নেই
  • সহজেই বাড়িতেি মিলবে সুরাহা
  • মেনে চলুন কয়েকটি নিয়ম
  • দাঁতের প্রতি যত্ন নিন

ঠাণ্ডা বা গরম কিছু খেলেই দাঁতের মধ্যে শিরশিরানি অনুভুত হয় অনেকের। ফলেই সেই ধরনের খাবার এড়িয়ে চলা বা সেই পথে না যাওয়ার চেষ্টাই করে থাকেন অনেকে। কিন্তু সেই দিক থেকে নিজেকে গুঁটিয়ে না নিয়ে এবার বাড়িতেই সহজে সমাধান করুন এই সমস্যার। মূলত ঠাণ্ডা জল খেলে, দাঁতের কোনও আভ্যন্তরিন ব্যাথা থাকলে, বা দাঁত পাতলা হয়ে গেলে এই সমস্যা দেখা দেয়। ঠিক কোন উপায় মিলবে সুরাহা রইল তারই কিছু টিপস। 

জেনে নিন কোন উপায়ে মিলবে সত্বর সুরাহাঃ
১. দাঁত ব্রাশ করার কয়েকটি বিষয় মাথায় রাখুন। এক থেকে দুই মিনিট ব্রাশ করুন। নরম ব্রাশ দিয়ে দাঁত মাজুন। 
২. যেভাবে খুশি ব্রাশ করলে হবে না। ব্রাশ করার নির্দিষ্ট পদ্ধতি মেনে চলুন। ওপর থেকে নিচে আর নিচ থেকে ওপরে টানুন।
৩. কেমিক্যাল যুক্ত খাবার না খাওয়াই ভালো। তাতে দাঁতের শিরশিরানি ভাব বেড়ে যায়। খাবারের বিষয় তাই আগে থেকেই সতর্ক হয়ে যায়।
৪. সকাল ও রাতে দুইবেলা ব্রাশ করুন। মিলবে সুফল। দিনে অন্তত পক্ষে দুবার ব্রাশ করতেই হয়। ডাক্তারের পরামর্শও তাই বলে।
৫. ফ্লোরাইড যুক্ত মাজন দাঁতে লাগিয়ে রেখে তা ধুয়ে ফেলুন। যখনই ব্যাথা হবে তখনই এই পদ্ধতিতে দাংতে মাজুন লাগিয়ে নিলে সুফল মিলবে।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

সনাতনীদের বিশাল মিছিল! Bangladesh-এ চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে Kolkata উত্তাল |Chinmoy Krishna Das
এটিএম লুঠের ছক ভেস্তে দিলো পুলিশ! ভীন রাজ্যের যোগ, চাঞ্চল্য New Barrackpore-এ | North 24 Parganas
Suvendu Adhikari : 'সোমবার বর্ডার-এ বুঝিয়ে দেবো ইউনূসকে' #shorts #suvenduadhikari #bangladeshcrisis
'এক চিন্ময় কারাগারে, লক্ষ চিন্ময় ঘরে ঘরে' Chinmoy Krishna Das-এর মুক্তির দাবীতে উত্তাল Kolkata
Suvendu Adhikari : বাংলাদেশের ইউনূসকে যা বলল শুভেন্দু! #shorts #suvenduadhikari #bangladeshcrisis