শীতের আমেজ উঠবে জমে, ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পিঠে পুলি উৎসব ২০২১

 

  • ঠাণ্ডায় গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা
  • আর শীত মানেই পিঠে-পুলি
  • শহরে শুরু হচ্ছে পিঠে পুলি উৎসব ২০২১
  • জেনে নিন কবে কোথায় হচ্ছে এই উৎসব

Asianet News Bangla | Published : Dec 31, 2020 11:38 AM IST / Updated: Dec 31 2020, 05:09 PM IST

জাঁকিয়ে পরা ঠাণ্ডায় গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা। যেমন তার ভিন্ন নাম তেমন ভিন্ন স্বাদ। এমন অনেক মন মাতানো পিঠেই জায়গা করে নিয়েছে গ্রাম বাংলার সনাতন এই ঐতিহ্যবাহী পদের তালিকায়। আর শীত মানেই পিঠে-পুলি। তাই এই ঠাণ্ডার মজা আরও দ্বিগুণ করতে স্পাইস এন্ড সস এর তরফ থেকে আয়োজন করা হয়েছে পিঠে পুলি উৎসব ২০২১।

এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে থাকবেন হিডকো-র চেয়ারম্যান দেবাশিস সেন। আইসিসিআর, কলকাতার রিজিওনাল ডিরেক্টর গৌতম দে, থাকছেন সঙ্গীত শিল্পী হৈমন্তি শুক্লা, রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন, জনপ্রিয় গায়ক (ক্যাকটাস) সিধু, জিআইএমএ অ্যাওয়ার্ডি পার্কিউশননিস্ট প্রদ্যুৎ মুখার্জী, অভিনেতা দেবশঙ্কর হালদার, নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত, বাচিক শিল্পী সতিনাথ মুখোপাধ্যায়, স্পাইস এন্ড সস এর প্রধাণ ছন্দা চক্রবর্তী।

Latest Videos

পিঠে পুলি উৎসব ২০২১- এর আয়োজন করা হয়েছে নিউটাউনের রবীন্দ্র তীর্থ প্রাঙ্গনে। টানা ১০ দিন ব্যাপী চলবে এই রসনার উৎসব। এই উৎসবের সূচণা হবে ১ জানুয়ারি ২০২১ শুক্রবার থেকে এবং চলবে ১০ জানুয়ারি রবিবার পর্যন্ত। বিকেল সাড়ে চারটে থেকে সূচণা হবে এই পিঠে পুলি উৎসবের। তাই বাঙলার ঐতিহ্যবাহী এই স্বাদ পেতে দেখে আসতে পারেন পিঠে পুলি উৎসব ২০২১-এ।

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024