আসছে অটো এক্সপো ২০২০. কী কী নতুন গাড়ি দেখা যাবে সেখানে

Published : Feb 03, 2020, 09:40 PM IST
আসছে অটো এক্সপো ২০২০. কী কী নতুন গাড়ি দেখা যাবে সেখানে

সংক্ষিপ্ত

অটো এক্সপো ২০২০ গাড়িনির্মাণ শিল্পের সবচেয়ে বড়ো ইভেন্ট নতুন গাড়ির ঝলক ও পুরনো মডেলের নতুন রূপ দেখতে পাওয়া যাবে এখানেই এই এক্সপো নির্মাতা ও ক্রেতাকে একই জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়

ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে উত্তরপ্রদেশের নয়ডায় শুরু হচ্ছে অটো এক্সপো ২০২০। চলবে এই মাসেরই ১২ তারিখ অবধি।  যে গাড়িগুলো প্রদর্শনীতে জায়গা পাবে তাদের নাম ও বৈশিষ্ট্য-এর আগাম ঝলক তুলে ধরতে চাইছি আমরা-

টাটা গ্র্যাভিটাস- এই গাড়ি পুরনো হ্যারিয়ার এস ইউ ভি-এর নতুন ধরণ যা সেভেন সিটার।  দেখতেও হ্যারিয়ারের মতোই। জেনিভা মোটর শো-এ এর দেখা মিলেছিল। গ্র্যাভিটাস টাটার নতুন এস ইউভি ফ্ল্যাগশিপ।

টাটা হ্যারিয়ার ২০২০- আত্মপ্রকাশের এক বছর পরে কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে। বিএস৬ ডিজেল ইঞ্জিন , অটোমেটিক ট্রান্সমিশন অপশন, বড়ো চাকা এবং প্যানারোমিক সানরুফ যুক্ত হয়েছে নতুন ভার্সানে।

টাটা অল্ট্রোজ ইভি- অল্ট্রোজ ইভি হল নতুন প্রিমিয়াম হ্যাচব্যাকের ইভি ভার্সান । ২০২১ এ আসবে অল্ট্রোজ ইভি।

টাটা এইচ২এক্স- এরও আত্মপ্রকাশ ঘটেছিল ২০১৯ সালে জেনিভা মোটর শো-এ। এবারের এক্সপোয় টাটা নিয়ে আসছে টাটা এইচ২এক্স মাইক্রো এসইউভি মডেলের প্রি-প্রোডাকশন ভার্সান।  এই গাড়ি নেক্সনের থেকে ছোটো হবে এবং রেনল্ট কিউইডের মূল প্রতিদ্বন্দী হিসেবে বাজারে আসছে এইচ২এক্স। ২০২০ সালের শেষের দিকে এই গাড়ি লঞ্চ করা হবে।

মাহিন্দ্রা এক্সইউভি৫০০ ইভি-  মাহিন্দ্রা এবারের এক্সপোতে অনেক বৈদ্যুতিক গাড়ির সম্ভার নিয়ে হাজির থাকবে। নেক্সট জেন এক্সইউভি৫০০-এর প্রিভিউ থাকবে সঙ্গে।

মাহিন্দ্রা এক্সইউভ৩০০ ইভি- এক্সইউভ৩০০ ইভি-এর প্রি-প্রোডাকশন শোকেস থাকবে। নেক্সন ইভি-এর মূল প্রতদ্বন্দী হবে মহিন্দ্রার এক্সইউভ৩০০ ইভি যার প্রত্যশিত রেঞ্জ হবে মোটামুটি ৩০০ কিমি।

মহিন্দ্রা ইকেইউভি১০০- মাহিন্দ্রার বৈদ্যুতিক গাড়ির পরিসরে একেবারে নতুন রেঞ্জ এটি। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৯,০০০ লাখ টাকা থেকে যা মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যেই।

এমজি হেক্টর ৬ সিটার- এই গাড়িতে ৩টি রো থাকবে। এটি মাঝারি মাপের এসিউভি। এই ৬ সিটার গাড়িটি লঞ্চ করা হবে ২০২০ সালের মাঝামাঝি।

এমজি গ্লস্টার- ম্যাক্সাস ডি৯০-এর নাম হবে এমজি গ্লস্টার। এটি প্রিমিয়াম ৩ রো এসইউভি। টয়োটা ফাউন্ডার এবং ফোর্ড এন্ডেভার-কে প্রতিযোগিতায় ফেলবে এই গাড়ি। হয়তো এই বছরের শেষের দিকে লঞ্চ করা হবে এমজি গ্লস্টার।

এমজি ১০ এমপিভি- তিনটি রো -এর এসইউভি থেকে এমপিভি জি ১০ কঠিন লড়াইয়ে ফেলবে টয়োটা ইনোভা ক্রিস্টা-কে। এটি গ্লোবাল স্পেক মডেল যাতে ভিন্ন বসার আয়োজন করা যাবে। ১০ জন যাত্রী এই গাড়িতে বসতে পারবে। ভারতে খুব শীঘ্রই আসছে এই গাড়ি।

এমজি ভিশন- আই কনসেপ্ট- বৈদ্যুতিক ভার্সানের নাম ভিশন আই। এমপিভি-এর মতোই স্টাইলিং কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আরবান এসইউভি-এর মতোই। এমজি-এর ৫জি ক্ষমতা এই গাড়ির মাধ্যমে প্রদর্শিত হবে।

এমজি মার্ভেল এক্স - মার্ভেল  এক্স হল প্ল্যাটিনাম বৈদ্যুতিক এসইউভি, এই গাড়িতে থাকছে সেমি-অটোনোমাস ড্রাইভিং অ্যাসিস্ট সিস্টেম এবং সম্ভবত ৪০০কিমি রেঞ্জ থাকছে এই মডেলটির।

এমজি আরসি-৬ - এই গাড়ি আগেই চীনে আত্মপ্রকাশ করেছে। সেডান বডি থাকবে, স্লোপিং রুফলাইন এবং বাড়তি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে। ২০২১ সালে আসবে এই  গাড়ি।

PREV
click me!

Recommended Stories

বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়
বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা